সব

অন্যরকম জয়া

আপডেট : ১১ জুন ২০২১, ০১:৪১

প্রাণীর প্রতি গভীর ভালোবাসা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। বিভিন্ন সময়ে তার প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে কুকুরের ওপর মানুষের নিষ্ঠুর আচরণ নিয়ে বিভিন্ন সময়ে ফেসবুকে সরব হতে দেখা গেছে তাকে। শুধু ফেসবুকে নয়, করোনার সময়ে লকডাউনে রাজধানীর বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরকে খাওয়াতে দেখা গেছে এ অভিনেত্রীকে।

যখনই কুকুর নিয়ে নির্মম কোন খবর সামনে আসে, তখনই জয়া আহসান তা নিয়ে কথা বলেন, প্রতিবাদ করেন। করেন সাহায্য-সহযোগিতাও। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লালমনিরহাটের আদিতমারিতে একটি কুকুরকে নির্মমভাবে আঘাত করার ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি শেয়ার দিয়ে প্রতিবাদ জানিয়েছেন জয়া আহসান। ক্যাপশনে জয়া লিখেছেন, 'এই ভিডিওটি দেখে আমার ভাষা হারিয়ে গেছে। আমরা কি মানুষ! এই আমাদের আচরণ! একটা নিরীহ প্রাণীর ওপর এত চরম নিষ্ঠুরতা করতে আমাদের এতটুকু বুক কাঁপল না?'

জয়া আরও রিখেছেন, 'সেদিনও দেখেছি, একটা মা–মেছো বাঘকে তার চোখ না ফোটা তিনটি শিশুর সঙ্গে কিছু মানুষ উল্লাসের সঙ্গে পিটিয়ে মারছে। যেন একটা প্রতিযোগিতায় নেমেছে সবাই, কে কত নিষ্ঠুর হতে পারে!'

জয়া লিখেছেন, 'এই ভিডিওর কুকুরটি লালমনিরহাটের আদিতমারির। সবার বড় আদরের কুকুর। একটা কসাইয়ের দোকানের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে ছির সে। কেন দাঁড়িয়ে ছিল, তারই শাস্তি হিসেবে ছুরি দিয়ে ওকে এ ফোঁড়–এ ফোঁড় করে দেওয়া হয়েছে। অতি নিষ্ঠুর এই ঘটনাটি চোখে পড়ার পর এলাকাবাসী ওর চিকিৎসার দায়িত্ব নিয়েছে। ঢাকায় প্রাণী কল্যাণ আর অধিকার নিয়ে কাজ করেন রুকসাথ হক আপা আমাকে বিষয়টি জানান, আমরা ঠিক করি উন্নত চিকিৎসার জন্য কুকুর টিকে ঢাকায় নিয়ে আসব। আনার আগেই জানতে পারি চিকিৎসা পেয়ে এখন সে আরোগ্যের পথে। আশা করি, ও দ্রুতই পুরো সুস্থ হয়ে উঠবে।'

যে কসাই কুকুরটিকে নিষ্ঠুরভাবে ছুরিকাঘাত করেছিল, আদিতমারি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছন জয়া। তবে কুকুরের পাশে যে দাঁড়িয়েছেন তাকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেন, 'ঘটনাটি আরও নজরে এসেছিল পুলিশ নারীকল্যাণ সমিতির সভানেত্রী জিশান মির্জার। অসহায় প্রাণীর ওপর এমন নিষ্ঠুরতায় তিনি উৎকণ্ঠিত হয়ে ওঠেন। এরপর ২০ মে সেই কসাইকে খুঁজে প্রাণীকল্যাণ আইন ২০১৯–এর আওতায় সোপর্দ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি আটক আছেন। এমন মানবিক একটি উদাহরণ আমাদের দারুণ উৎসাহিত করেছে। ধন্যবাদ, জিশান মির্জা। ধন্যবাদ, আদিতমারি পুলিশ। আমরা প্রত্যাশা করব এটি যেন কোনো বিচ্ছিন্ন ঘটনা হয়ে না থাকে। আমরা প্রশাসন, বন বিভাগ এবং দেশের বিভিন্ন থানাগুলোর প্রতি আহ্বান জানাই, তারা যেন প্রাণীদের প্রতি সদয় হোন এবং প্রাণী কল্যাণ আইন ২০১৯–এর যথাযথভাবে প্রয়োগ করেন।'

সবশেষে জয়া মানুষকে আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়ে লিখেন, 'পুরো প্রকৃতি আর প্রাণজগৎ নিয়েই আমরা মানুষ। সবাইকে নিয়ে পৃথিবীকে আমরা আনন্দময় করে তুলি। আমরা আরেকটু মানবিক হই, প্রাণবিক হই।'

বলিউডে জয়ার কদর

পশুর প্রতি ভালোবাসায় জয়া পুরস্কৃত

বিনিসুতোয় গাঁথা জয়া ও ঋত্বিক

সুবর্ণজয়ন্তীতে প্রেক্ষাগৃহে জয়া!

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ