সব

শাহরুখ কন্যার অভিষেক

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৫:০৪


শাহরুখের ছেলে আরিয়ান ফিল্মে অভিনয় করবেন না। তবে মেয়ে সুহানার ইচ্ছে আছে অভিনেত্রী হওয়ার। অবশেষে সুহানার সেই স্বপ্ন পূরণ করতে চলেছেন বলিউডের স্বনামধন্য পরিচালক জোয়া আখতার।

একটি আন্তর্জাতিক কমিক গল্পকে পর্দায় রূপ দিতে চলেছেন জোয়া। সেটি হলো ‘আর্চি’ কমিক্সের গল্প। ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন সুহানা। ফলে ইতিমধ্যেই সেটির প্রস্তুতি শুরু করে দিয়েছেন শাহরুখ কন্যা। শোনা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করা হবে ছবিটি।

অনেকদিন ধরেই ছবিটির কেন্দ্রীয় চরিত্রের জন্য আদর্শ অভিনেতাকে খুঁজছিলেন জোয়া। এরপরে তার মনে হয়েছে সুহানাই এই চরিত্রের জন্য উপযুক্ত। টিনেজারদের নিয়ে তৈরি হচ্ছে এই গল্প। সুহানা ছাড়া আরও অনেক কিশোর-কিশোরীকে প্রয়োজন এই ছবির জন্য। অডিশনের কাজ চলছে পুরোদমে।

ইতোপূর্বে বেশ কয়েকটি শর্টফিল্মে কাজ করেছেন সুহানা। কিন্তু ‘আর্চি’ কমিক্সের এই গল্পটি বলিউডে তাকে অভিনেত্রী হিসেবে লাইমলাইট এনে দেবে বলে ধারণা করা হচ্ছে। ছবির চিত্রনাট্য নিয়ে এখনও কাজ চলছে। সেটি চূড়ান্ত হওয়ার পরই সুহানা ও শাহরুখ ঠিক করবেন সুহানা ছবিতে অভিনয় করবেন কিনা।

এছাড়াও জানা গেছে, কেবল সুহানা নন আরো দুই অভিনেতাকে লঞ্চ করা হবে এই ছবিতে। যদিও সে সম্পর্কে জোয়ার তরফ থেকে এখনো কারো নাম প্রকাশ্যে আসেনি। রিগি, জাগহেড, বেটি, ভেরোনিকা, মুজ, মিজি, ডিল্টন, বিগ ইথেল, মিস্টার লজ, মিস গ্রুন্ডি, পপ টেট, মিস্টার ওয়েদারবি, স্মিদার্স, স্টিভেন্স এই চরিত্ররাই রয়েছে আর্চি কমিক্সে। এরা সবাই রিভারডেল স্কুলের সঙ্গে যুক্ত। ফলে বোঝাই যাচ্ছে ছবিটিতে একাধিক অভিনেতা-অভিনেত্রীকে কাস্ট করা হবে।

আসছে ‘জওয়ান ২’ এর সিক্যুয়েল

একসঙ্গে আসছেন বলিউডের শাহেনশাহ ও বাদশা

ডানকি মানে গাধা নাকি অন্য কিছু

এরপরও বলিউডকেই এগিয়ে রাখছেন দক্ষিণী তারকারা

বলিউড তারকা ও তাদের সন্তানদের বিতর্ক

শাহরুখের পাশে সহশিল্পী নায়িকারাও

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ