পৃথিবী জুড়ে চলছে ‘জওয়ান’এর জয়রথ। মাত্র ৪ দিনে ৫০০ কোটি রুপি পকেটে তুলেছে ‘পাঠান’কে পিছনে ফেলে। তাই পরিচালক অ্যাটলি কুমারও ‘জওয়ান’এর সিক্যুয়েল নিয়ে ভাবছেন। হয়ত এটা অবধারিতই ছিল।
ভারতীয় বিভিন্ন সূত্র জানাচ্ছে, ‘জাওয়ান ২’ এর কাজ শুরু করেছেন পরিচালক। বিনোদন বিষয়ক ভারতীয় অনলাইন কইমই ডট কমের মতে, এখানেও মূল ভূমিকায় থাকছেন শাহরুখ খান। গল্পের গতি বাড়াতে যুক্ত হচ্ছেন তামিল ইন্ডাস্ট্রির অন্যতম বড় তারকা থালাপতি বিজয় এবং ‘জাওয়ান ২’ আসছে নিশ্চিত আর সেটা খুব দ্রুততম সময়েই।
ছবি সংশ্লিষ্ট একজনের বক্তব্য এমন, ‘‘অরিজিনাল ছবিটির রেশ থাকতে থাকতেই সিক্যুয়েল পরিবেশন করা হবে। আমরা জানি ‘গাদার ২’ অরিজিনাল ছবির ২২ বছর পর মুক্তি দিয়ে ইতিহাস তৈরি করেছে কিন্তু সেটা ব্যতিক্রম। ‘জাওয়ান ২’ শাহরুখ খান জাওয়ান (তরুণ) থাকতেই আসবেন।’’
অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখের প্রতি এক ভক্তের জিজ্ঞোসা ছিল, ‘স্যার কালির সঙ্গে কোনও চুক্তি কেন করা হয়নি? আমি বিজয় সেতুপতি স্যারের একজন বড় ভক্ত!’ শাহরুখ খান তাকে উত্তরে বলেছিলেন, ‘আমিও বিজয় স্যারের একজন বড় ভক্ত। কিন্তু, কালির কালো টাকা সব নিয়ে নিয়েছি। এবার দেখো অন্যদেরও সুইস ব্যাঙ্কে কত টাকা আছে সেগুলো বের করে উদ্ধার করব। এখন শুধু ভিসা পাওয়ার অপেক্ষায় রয়েছি।’
সেখানেও সিক্যুয়েলের ইঙ্গিত দেন কিং খান।