সব

অ্যাপলের ফেসটাইম কলে নতুন ফিচার

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৮:৫৮

 

বাজারে আইওএসের ১৫তম ভার্সনের পাশাপাশি উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ভিডিও কলিং সেবা ফেসটাইম চালু করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য উন্মুক্তকরণের পাশাপাশি এ ভিডিও কলিং সেবায় বেশকিছু ফিচার যোগ করেছে এ প্রযুক্তি প্রতিষ্ঠান।

শেয়ারপ্লে: ফেসটাইম কল ব্যবহারের সময় ব্যবহারকারীরা যাতে সহজেই একে অপরের সঙ্গে গান, চলচ্চিত্র, টিভি শোসহ অন্যান্য কন্টেন্ট শেয়ার করতে পারেন সেজন্য নতুন এ ফিচার নিয়ে এসেছে অ্যা পল। এছাড়াও ব্যবহারকারীরা একত্রে এসব কন্টেন্ট দেখতে পারবেন। শেয়ারপ্লের মাধ্যমে ব্যবহারকারীরা ওয়েব পেজ, অ্যাপ বা সফটওয়্যারসহ আরো অনেক কিছু আদান-প্রদান করতে পারবেন। বিজনেস মিটিংয়ের ক্ষেত্রে এ ফিচার ভালো সুবিধা প্রদান করবে।

নতুন অডিও ফিচার: ফেসটাইমে নতুন ভয়েজ আইসোলেশন ফিচার নিয়ে আসছে অ্যাপল। এ ফিচারের মাধ্যমে দুজন ব্যবহারকারী যখন কথা বলবেন, তখন তারা ব্যাকগ্রাউন্ডে থাকা নয়েজ বা শাব্দিক ত্রুটি দূর করতে পারবেন এবং আরো গভীর মনোযোগের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।


নতুন ভিডিও ফিচার: ফেসটাইম এ গ্রিড ভিউ সুবিধাও যোগ করতে যাচ্ছে অ্যাপল। এর ফলে ব্যবহারকারীরা সব অংশগ্রহণকারীকে একই আকৃতির বক্সে দেখতে পারবেন। গ্রিড ভিউ সুবিধায় একত্রে ছয়জন অংশগ্রহণকারীকে দেখা যাবে। এছাড়াও ফেসটাইমে পোর্ট্রেট মুড আনতে যাচ্ছে অ্যাপল। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও কলের সময় তাদের ব্যাকগ্রাউন্ড বা পেছনের অংশ ঘোলা করতে পারবেন।

 

অ্যাপলের বিরুদ্ধে কয়েক শ কোটি ডলার জরিমানা

আইফোনে করা যাবে ত্রিমাত্রিক ভিডিও ধারণ

আসছে ‘আইওএস ১৭’

নতুন পণ্যের ঘোষণা দিল অ্যাপল

বন্ধ হয়ে যাচ্ছে মেসেঞ্জার লাইট

হ্যাকারদের দখলে মাইক্রোসফট

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ