সব

ভয়ংকর রোড ট্রিপ

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১১:৫১

খরদুং লা রোড


খরদুং লা রোড

হিমালয়ের পশ্চিমাংশের এক দুর্গম অঞ্চলে অবস্থিত খরদুং লা রোড। এই রোড ১৭ হাজার ৫০০ ফুট উঁচু। রোডটি ‘বিশ্বের সবচেয়ে উঁচু মোটরসাইকেল চলাচলকারী সড়ক’ নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খরদুং লা রোড থেকে প্রায়ই ব্রিটিশ সৈন্যরা গোলাবর্ষণ করতো। সে কারণে ঐতিহাসিকভাবে এই রাস্তা ব্যাপক জনপ্রিয়। সাম্প্রতিক সময়ে নতুন করে এর নির্মাণ কার্যক্রম শুরু হয় ১৯৭৬ সালে এবং শেষ হয় ১৯৮৮ সালে। বেশিরভাগ দর্শনার্থীরা এখানে রোড ট্রিপের জন্য ভ্রমণ করেন। তবে বিপদসংকুল রাস্তা হওয়ার কারণে এখানে রোড ট্রিপের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষ করে ভারী বৃষ্টিপাত, তুষারপাত ও ভূমিধ্বসের সময় এখানে ভ্রমণ না করাই ভালো।

জোজি লা রোড

জোজি লা রোড

ভারতের জম্মু-কাশ্মিরের শ্রীনগর শহর থেকে ১০০ কিলোমিটার ও কাশ্মিরের শ্যেনমার্গ থেকে ১৫ কিলোমিটার দূরে লাদাখ এবং কাশ্মিরের মধ্যে সংযোগ স্থাপনকারী সড়কের নাম জোজি লা রোড। সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ৫৭৫ ফুট উঁচু একটি পাহাড়ি রাস্তা এটি। ভারতের অন্যতম ভয়ংকর স্থান। স্থানীয়ভাবে এই সড়ক ‘জোজিলা পাস’ নামে পরিচিত। একেই সমুদ্রের অনেক উপরে, তার ওপর সরু রাস্তাও। ভারী বৃষ্টিপাত হলে এখানে কাদা জমে যায় এবং গাড়ির চাকা কাদায় আটকে যায়। প্রায়ই এখানে ধ্বস নামতে দেখা যায় এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এই সড়কে ভেড়া চরে বেড়ায়। রোড ট্রিপের সময় কখনো যদি আপনার গাড়ি ভেড়ার পালের সামনে পড়ে যায়, তাহলে গাড়ির ভেতরে বসে থাকা ছাড়া কিছুই করার থাকে না।

রোথাং পাস

রোথাং পাস

ভারতের আরেকটি ভয়ংকর রাস্তা রোথাং পাস। লেহ মানালি হাইওয়ের কাছেই অবস্থিত এই রাস্তা। পাহাড়ি ঝরণা ও নদী পার হয়ে এই রাস্তায় দর্শনার্থীদের আসতে হয়। পাহাড়ি রাস্তায় মোটরসাইকেল ট্রেকিং ও রোড ট্রিপ করার জন্য অনেকেই এখানে আসেন। এই পাহাড়ি রাস্তা ৩৯৭৮ মিটার উঁচু। এখানে চলাফেরা করা ঝুঁকিপূর্ণ। বর্ষাকালে এখানে ভূমিধ্বসসহ আরও নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। তাই বর্ষাকালে এখানে অ্যাডভেঞ্চার না করাই ভালো।

নাথু লা

নাথু লা

চীন-ভারত সীমান্ত অঞ্চলে নাথু লা অবস্থিত। উত্তর সিকিমের যাওয়ার জন্য পাহাড়ি গিরিপথটি অনেকেই ব্যবহার করেন। নাথু লা অঞ্চলটি ভারতের অন্যতম ভয়ংকর ও উঁচু জায়গা। এর উচ্চতা ৪৩১০ মিটার। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারপরেও অনেক দর্শনার্থী এখানে এসে মোটরসাইকেল ট্রেকিং ও রোড ট্রেকিং করেন।

ভ্রমণের তীর্থে ভুটান

তিব্বত কেন রহস্যময়

গ্রীষ্মে হোক ভারত উপভোগ

সড়কপথে নেপাল ট্যুর!

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ