সব

গ্রীষ্মে হোক ভারত উপভোগ

আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৮:০৯

কাজের ব্যস্ততায় হাপিয়ে উঠেছেন। অবসাদকে কাটাতে প্রশান্তির পিছু ছুটছেন। কিংবা গ্রীষ্মের ছুটিতে ট্যুর প্ল্যান করছেন? দেশের বাইরে ভবঘুরে হওয়ার নেশা জেগে বসেছে? খুঁজছেন নতুন কিছু জায়গা তবে, ঘুরে আসতে পারেন ভারত থেকে। এতো বড় দেশে ট্যুরস্পট খুঁজে পেতে হয়তো আপনার মুঠোফো্নে গুগলের সাহায্যে একটা দীর্ঘ তালিকা পেয়ে যাবেন, কিন্তু এই তালিকাটি আপনার চিন্তাকে সহজেই দূর করে দেবে।

ম্যাকলয়েড গঞ্জ

ম্যাকলয়েড গঞ্জ অনেকদিন ধরে উত্তর ভারতীয়দের উইকেন্ডে বেড়াতে যাওয়ার এক গন্তব্য। বছরের পর বছর পর্যটকদের আনন্দ দিয়ে আসা এই শহরটিও সময়ের হাত ধরে বদলে যেতে শুরু করেছে। সেখানকার ত্রিউন্ড ট্রেক ও ভাগসুনাগ জলপ্রপাত এখন ফ্যাকাশে ছায়ায় পরিণত হয়েছে। এর বদলে বেছে নিতে পারেন অরুণাচল প্রদেশের তাওয়াংকে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৬৭০ মিটার উঁচুতে অবস্থিত তাওয়াং চীন ও ভুটানের সীমান্তবর্তী চমকপ্রদ পাহাড়ি শহর। তুষা আচ্ছাদিত হিমালয় চূড়া, দর্শনীয় উচ্চতার হ্রদ, স্থানীয়দের আপ্পায়ন আপনাকে ম্যাকলয়েড গঞ্জকে ভুলে যেতে সাহায্য করবে। এমনকি প্রেমেও পড়ে যেতে পারেন এই জায়গাটির। মার্চ থেকে সেপ্টেম্বরে যাওয়াটা সবচেয়ে উত্তম। তাওয়াং এর নিকটতম বিমানবন্দর তেজপুর (আনুমানিক ৩১৯ কি.মি) ও নিকটমতম রেলওয়ে স্টেশন (প্রায় ৩২৮কি.মি)

মানালি

পাহাড়কে খুব মিস করছেন, ট্রিপ প্ল্যানের চিন্তাভাবনায় রেখেছেন মানালিকে।এই সুন্দর ও জনপ্রিয় শহরে যদি আপনি এর আগেও এসে থাকেন তবে এবার ভিন্ন কিছু চাইলে যেতে পারেন চাকরতায়। যা উত্তরাখণ্ডের দেরাদুন জেলায় ছোট্ট পাহাড়ি এলাকা।সমুদ্রপৃষ্ঠ থেকে যা ২১১৮ মিটার উঁচুতে। যেখানে নেই ট্রাফিকের ঝামেলা, পর্যটকদের উপচেপড়া ভিড়। বিখ্যাত টাইগার জলপ্রপাত, প্রাকৃতিক সূর্যাস্তের দৃশ্য, অ্যাডভেঞ্চার কার্যক্রম, প্রাচীন গুহা, মনোরোম স্থানীয় সংস্কৃতি সব মিলিয়ে মনের মতো শান্ত নিরিবিলি পরিবেশ। মার্চ থেকে জুন এখানকার আবহাওয়া সবচেয়ে ভালো। নিকটতম রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর উভয়ই দেরাদুনে অবস্থিত।

লাদাখ

লাদাখের প্যাংগং সো এর কথা মনে পরাটা আশ্চর্যজনক নয় তবে এরকই অধিক উচ্চতায় অবস্থিত সুন্দরতম লেক সিকিমে একটা নয় অনেকগুলো রয়েছে।সিকিম বাকি শহর ও পর্যটক কেন্দ্রগুলো থেকে পুরোটাই আলাদা।জনসংখ্যা সীমিত ও প্রাণবন্ত সংস্কৃুতির ছোয়া প্রকৃতিজুড়েই। লাদাখ থেকে কিছুটা ভিন্নতা পেতে এটি সব থেকে ভালো। এখানে মেনমেচো লেক, সমগো লেক, তুরুদোংমার লেক ও সো লামে লেক উপভোগ করতে পারেন। এছাড়াও রুমটকেমঠ, বাবা হরভজন সিং মন্দির, নামচি টপ রয়েছেই। মার্চ থেকে মে উপভোগের সেরা সময়। নিকটতম রেলস্টেশন নিউ জলপাইগুঁড়িতে ও বিমানবন্দর বাগডোগরা।                                                                    

 


এলএইচএ/বিবাজ

চিনামাটির পাহাড়ে একদিন

ভ্রমণের তীর্থে ভুটান

ভয়ংকর রোড ট্রিপ

চোখ জুড়ানো মেঘালয়

টিকা নেয়া থাকলেই ঘুরে আসতে পারেন সিকিম

তিব্বত কেন রহস্যময়

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ