সব

সড়কপথে নেপাল ট্যুর!

আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৪:১৬

পৃথিবীর বুকে এ যেন এক টুকরো স্বর্গ! বরফে মোড়া পাহাড়ের দেশ। যা কিনা হিমালয় কন্যা নামে পরিচিত। ভ্রমণপিপাসুদের মনে প্রথম সারিতে স্থান করে নিয়েছে নেপাল। অন্যান্য দেশের মতো বাংলাদেশিদেরও এখন আগ্রহ এই দেশকে ঘিরে।

তবে এই করোনা মহামরি সময়ে নেপাল ভ্রমণ কঠিন হয়ে দাঁড়িয়েছে। পর্যটনভিত্তিক দেশটি সীমান্ত খুলে দিলেও পর্যটকরা তাৎক্ষণিক ভিসা গ্রহণ করে প্রবেশের অনুমতি পাচ্ছেন না। নিজ দেশের নেপালে দূতাবাস থেকেই নেপালের ভিসা করে নিতে হয়। যেসব দেশে ভাইরাসের নতুন ধরন পাওয়া গেছে সেসব দেশের পর্যটকদের জন্য নেপালে পৌঁছে নিজ খরচে ১০ দিনের হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে। নিতে হবে কোভিড নেগেটিভ সনদ। এতে গুনতে হবে বাজেটের অতিরিক্ত খরচ। এই সংকটাপন্ন অবস্থায় কিছু এয়ারলাইন ভ্রমণ গন্তব্যে বিমান চালু রেখেছে।

তবে, আকাশপথের ছোঁয়া এড়িয়ে সড়কপথে কম খরচে সহজেই ঘুরে আসতে পারেন আপনার পছন্দের জায়গায়। এজন্য প্রয়োজন হবে ভারতে ট্রানজিট ভিসা। যেখানে এন্ট্রি ও এক্সিট পোর্ট থাকবে চ্যাংড়াবান্ধা/রাণীগঞ্জ। এতে নেপালের জন্য আলাদা করে ভিসার প্রয়োজন নেই। নেপালে পৌছালেই মিলবে অন অ্যারাইভাল ভিসা। যা পাওয়া যাবে এন্ট্রিপোর্টেই। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য একই বছরের প্রথম ভ্রমণে ভিসা ফি লাগে না।

বাসে বুড়িমারি বর্ডারে গিয়ে ইমিগ্রেশনের কাজ শেষ করে চ্যাংড়াবান্ধায় প্রবেশ করে রাণীগঞ্জ। ভারতের রাণীগঞ্জ বর্ডার দিয়ে নেপালের কাঁকড়ভিটায়। আবার শিলিগুড়ি দিয়েও বাসে সরাসরি কাঁকড়ভিটা যেতে পারেন। এরপর সেখান থেকে পোখারার বাস ধরে ১২ ঘণ্টার বেশি জার্নি। ফেউয়া লেক ঘেঁষে চমৎকার এই পোখারা শহর। পাহাড় ও লেকের মাঝখানে থাকা এই শহরকে নেপালেও রাণীও বলা হয়। একদিনের জন্য পোখারা ঘুরতে খরচ হবে ৫ হাজার টাকার মতো। লেক সাইডে থাকার জন্যও পেয়ে যাবেন চমৎকার হোটেল, খরচ ১-২ হাজার রুপি। জনপ্রতি ৫৫-৬০ ডলার প্যারাগ্লাইডিংও করতে পারেন পোখারায়। সেই সাথে সারাংকোটে সূর্যোদয় দেখতে ভুলবেন না, পোখারা থেকে যেতে সময় লাগবে আধ ঘন্টা। এই পর্বতচূড়ায় পৃথিবীর অন্যতম সুন্দর সূর্যোদয় উপভোগ করা যায়।

পোখারা ঘুরে সরাসারি নেপালের রাজধানী কাঠমান্ডুতে। বাসে যেতে ৪৫০-৮০০ রুপি খরচ। সময় লাগবে ৭-৮ ঘণ্টা। থামেরে মিলবে প্রচুর ভালো মানের হোটেল, খরচ ৬০০-১৫০০ রুপি। এরপর কাঠমান্ডু থেকে সরাসরি কাঁকড়ভিটার বাস ধরে একইভাবে ফিরে আসতে পারেন।

বুক চিতিয়ে চিম্বুক পাহাড়

অভিযাত্রীদের জন্য দুয়ার খুললো এভারেস্টের

কাঠমান্ডুর ধারাহারা টাওয়ার

ভ্রমণের তীর্থে ভুটান

ভয়ংকর রোড ট্রিপ

তিব্বত কেন রহস্যময়

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ