সব

কানে সেরাটা হলেন যারা

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১৮:৪১

 

তিতান
সেরা ছবি 'তিতান'

গ্রিক পুরাণের পাতা ফুঁড়ে 'তিতান' এবার হাজির হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। তবে রঙিন পর্দার এই 'তিতান' বা 'টাইটান' যে একেবারে আনকোরা আধুনিক, তা আর বলার অপেক্ষা রাখে না। স্বর্গদেবতা ইউরেনাস এবং ধরিত্রী দেবী গেইয়ার ভালোবাসার ফসল ছিল ১২ জন টাইটান। তাদের মধ্য থেকে দুই টাইটানের মিলনে জন্ম হয় মানব জাতির। কানজয়ী ফরাসি পরিচালক জুলিয়া দুকুরনো যেন সে গল্পই বলতে চাইলেন তার সিনেমার মাধ্যমে। অমীমাংসিত কিছু অপরাধের ঘটনা আর যৌনতা ও সহিংসতায় পূর্ণ অদ্ভূতুড়ে এই সিনেমা তিতান। খুব ছোটবেলায় একটি সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে যায় চলচ্চিত্রের মূল নারী চরিত্র। সেই থেকে গাড়ির প্রতি এক ধরনের অদ্ভুত আকর্ষণ বোধ হয় তার। এক সময় গাড়ির সঙ্গেই মেয়েটির যৌন সম্পর্ক তৈরি হয়ে যায়। সিনেমায় নারী চরিত্রটিকে একজন খুনি হিসেবে উপস্থাপন করা হয়েছে। এক ঘণ্টা ৪৮ মিনিটের এই সিনেমার পরতে পরতে রয়েছে রহস্য। জুলিয়া দুকুরনো যে বাকি আর দশটা মেয়ের মতো নন- তার প্রমাণ তিনি ২০১১ সালেই দিয়েছিলেন। ওই বছর স্বল্পদৈর্ঘ্য ছবি 'জুনিয়র' দিয়েই তিনি জিতে নেন 'স্মল গোল্ডেন রেইল' পুরস্কার। এর পর ২০১৬ সালে প্রথম পূর্ণদৈর্ঘ্য 'গ্রেভ' সিনেমা দিয়ে কানের ফিপরেস্কি পুরস্কার ঝুলিতে পুরে নেন তিনি। সিনেমাটি কানের 'ক্রিটিকস উইক' বিভাগের চারটি শাখায় মনোনয়ন পেয়েছিল। 'তিতান' জুলিয়ার দ্বিতীয় সিনেমা। এটা দিয়েই দ্বিতীয় নারী পরিচালক হিসেবে স্বর্ণপাম জিতে ২৮ বছর পর কান চলচ্চিত্র উৎসবে নতুন ইতিহাসের জন্ম দিলেন তিনি।

Director

সেরা পরিচালক অ্যালেক্স ক্রিস্টেফি দ্যুপোঁ

কাগজ-কলমে নামটা অ্যালেক্স ক্রিস্টেফি দ্যুপোঁ হলেও সবাই তাকে লিওস ক্যারেক্স নামে চেনে। এবারের কান উৎসবে সেরা পরিচালকের তকমাটা গ্রহণ করার সময় লিওস ক্যারেক্স নামেই ডাকা হয় তাকে। 'অ্যানেট' সিনেমা পরিচালনায় এমন মুনশিয়ানা দেখিয়েছেন যে, সেরা পরিচালক বাছাই করতে কান জুরি বোর্ডের খুব বেশি বেগ পেতে হয়নি। একটি ব্যান্ড দল ও তাদের গানকে কেন্দ্র করে সত্য ঘটনার ওপর নির্মিত সংগীত ঘরানার 'অ্যানেট' সিনেমার প্রদর্শনী হয়েছে উৎসবের শেষ দিন পর্যন্ত। ৬০ বছর বয়সী ফরাসি লিওস ক্যারেক্স সিনেমা পরিচালনার পাশাপাশি অভিনেতা, চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার হিসেবেও সমান দক্ষ। ১৯৮৪ সালে প্রথম সিনেমা 'বয় মিটস গার্ল' দিয়ে তার ক্যারিয়ার শুরু করেছিলেন ক্যারেক্স।

সেরা অভিনেতা

ল্যান্ড্রি জোনস

ল্যান্ড্রি জোনস

অনেকটা বিবেকের তাড়না থেকেই ১৯৯৬ সালের পোর্ট আর্থার গণহত্যা নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দেন অস্ট্রেলিয়ান পরিচালক জাস্টিন কার্জেল। নাম 'নিত্রাম'। বাস্তবের খলনায়ক মার্টিন ব্রায়ান্টের নিষ্ঠুরতাকে পর্দায় তুলে ধরেন কেলেব ল্যান্ড্রি জোনস। এ ছবিতে জোনস তার অসাধারণ অভিনয়ের জন্য এবারের কান উৎসবে সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হন। কানের পুরস্কার বিতরণী আয়োজনে যখন তার নাম ধরে ডাকা হয়, তখন যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না এ অভিনেতা। পুরস্কার হাতে নিয়ে তিনি তার পরিবার ও সিনেমার সঙ্গে যুক্ত সবাইকে ভালোবাসার কথা জানান।

সেরা অভিনেত্রী রিনেত রেইনসভ

সেরা অভিনেত্রী রিনেত রেইনসভ

ডার্ক রোমান্টিক কমেডি-ড্রামা ঘরানার 'দ্য ওস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড' সিনেমায় অসাধারণ অভিনয়ের কারণে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর খেতাব পকেটে পুরেছেন রিনেত রেইনসভ। যদিও এর আগে বিভিন্ন সম্মাননা ও পুরস্কার পেয়েছেন ৩৩ বছর বয়সী এই নরওয়েজিয়ান অভিনেত্রী। তবে এবারের কান উৎসবে সেরা অভিনেত্রীর তকমা তার ক্যারিয়ারে নতুন এক পালক যুক্ত করল। ছবিতে রিনেতের অভিনয়শৈলী ছিল অদ্ভুত রকমের সুন্দর; দর্শককে মোহগ্রস্ত করার মতো- পুরস্কারের মঞ্চে এভাবেই তার প্রশংসা করেন বিচারকরা।

কাল্কি ঝড় বক্স অফিসে

ডেভিড কোরেন্সওয়েট নতুন ‘সুপারম্যান’

জানা গেল ‘মির্জাপুর থ্রি’ মুক্তির তারিখ

‘দ্য নাইট এজেন্ট’ নেটফ্লিক্সের শীর্ষে

বাংলাদেশে মুক্তির অনুমতি পেল ‘অ্যানিম্যাল’

আলিয়ার ‌‘কুরুচিকর’ ভিডিও, ক্ষোভে ফেটে পড়লেন রাশমিকা

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ