বর্ষার যখন তখন বৃষ্টি আর স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে তাপমাত্রার পরিবর্তন হয় হুটহাট। তাই এসময়ে ত্বকের চাই বিশেষ যত্ন। বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ অন্য মৌসুমের তুলনায় বেশি থাকে। ফলে ত্বকে র্যাশ ও ব্রণের প্রকোপ বেড়ে যায়। তাই বর্ষার রূপেও কীভাবে নিজেকে সুন্দর, সতেজ ও তুলনাহীনা হয়ে ওঠা যায়, চলুন জেনে নেওয়া যাক-
সানস্ক্রিন
বর্ষাকালে রোদ থেকে ত্বককে রক্ষা করতে বাইরে বের হওয়ার বেশ খানিকক্ষণ আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে শুকনো তোয়ালে বা গামছা দিয়ে ধীরে ধীরে মুছে নিতে হবে। এবার ত্বকে ব্যবহার করুন সানস্ক্রিন। এক্ষেত্রে কোনোভাবেই এসপিএফ ৩০-এর কম সানস্ক্রিন ব্যবহার করা যাবে না।
ত্বকের আদ্রতা
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে প্রয়োজন বিশেষ যত্নের। আর্দ্রতার কারণে হওয়া ত্বকের তেল নিয়ন্ত্রণ করতে সপ্তাহে একবার মুলতানি মাটির মাস্ক ব্যবহার করতে পারেন। এটি প্রাকৃতিকভাবে তেল শোষণ করে। ত্বকের মৃতকোষ দূর করতে ও লোমকূপের ময়লা দূর করতে গ্রিন টি সমৃদ্ধ মাস্ক ব্যবহার করলে উপকার পাবেন।
সংবেদনশীল ত্বক
বৃষ্টির দিনগুলোতে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করাটা ভীষণ জরুরি। কেননা, রোদ ও দূষণের প্রভাবে ত্বক প্রাকৃতিক তেল হারায়। ত্বকের সংবেদনশীল অংশের প্রতি বাড়তি যত্ন নিতে হবে। ঠোঁট, চোখের চারপাশের চামড়া মুখের অন্যান্য অংশের তুলনায় পাতলা। এ সময় চোখে পানির ঝাপটা ও ঠোঁটে লিপ বাম ব্যবহার করুন। টোনারও ব্যবহার করুন। কারণ, ঘামের কারণে লোমকূপ বড় হয়ে যেতে পারে। ত্বক পরিষ্কারের পরে টোনার লাগান, এটা লোমকূপ সংকুচিত রাখতে সাহায্য করে।