বলের মতো ছোট আকারের একটি স্মার্ট স্পিকার এনেছে অ্যাপল। এতে বিভিন্ন মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মের গান শোনা যাবে। ৩.৩ ইঞ্চি লম্বা ডিভাইসটির উপরে আছে সাউন্ড কমানো বাড়ানোর অপশন। আইফোনের সঙ্গে সিঙ্ক করলে হোমপড মিনি দিয়ে ম্যাসেজ, ক্যালেন্ডার, কল, ম্যাপ ও ওয়েদার অ্যাপ ব্যবহার করা যাবে। আইফোন খুঁজে না পেলে ট্র্যাক করে অবস্থানও জানাতে পারবে হোমপড মিনি। এর দাম ৯৯ ডলার।