সব

অনলাইনে পণ্য অর্ডার

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ০৭:১৫


মহামারির মধ্যেই কড়া নাড়ছে ঈদ। নিত্যপণ্যের পাশাপাশি চাহিদা বেড়েছে ফ্যাশন পণ্যের। কোরবানির কথা মাথায় রেখে ইলেকট্রনিক পণ্যের দিকেও বেশ মনোযোগী ক্রেতারা। তবে করোনাকালে শোরুমে গিয়ে পণ্য দেখে অর্ডার করা বেশ দুস্কর। ফ্যাশন পণ্যের পাশাপাশি ইলেকট্রনিক পণ্যও কেনা যাবে অনলাইনেই। স্যামসাং, সনি, কনকা, ওয়ালটন, যমুনাসহ বিভিন্ন কোম্পানির টিভি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, ব্লেন্ডারসহ অনেক ইলেকট্রনিক পণ্য মিলছে অনলাইনেই। ঈদ উপলক্ষে এসব পণ্যে থাকছে বাড়তি ছাড়। এ ছাড়া নিজের বা পরিবারের জন্য কেনাকাটা করতে ঢুঁ দিতে পারেন ভার্চুয়াল মার্কেটপ্লেসে। সেখান থেকে কেনাকাটা করে পেমেন্টও করতে পারবেন এখানে। কারণ অনলাইন কেনাকাটা এখন অনেক সহজ।

ইলেকট্রনিক পণ্য

এখন আর শোরুম ঘুরে টিভি, ফ্রিজ কেনার দিন শেষ। অনলাইনেই কেনা যাবে এসব পণ্য। বর্তমান সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে স্মার্ট টিভি। তাই ঈদে পরিবারের জন্য কিনতে পারেন নতুন ট্রেন্ডের টিভি। কোরবানির ঈদে বেশি চাহিদা থাকে ডিপ ফ্রিজের। ১২০ থেকে ৫০০ লিটারের ডিপ ফ্রিজ মিলবে অনলাইনেই। এদিক থেকে এগিয়ে আছে স্যামসাং, এলজি, সার্প, ওয়ালটন ও যমুনা। এ ছাড়া বেশকিছু জনপ্রিয় ব্র্যান্ডের ডিপ ফ্রিজ পাবেন। মাইক্রোওভেনের চাহিদাও এখন কম নয়। খাবার গরম করতে বা মুখরোচক খাবার তৈরিতে বেশ কাজে দেবে এই ইলেকট্রনিক পণ্যটি।

পণ্যের সঠিক বাজারদর

বাজারে আপনি একটা পণ্য যে দামে পাবেন, অনলাইনে হয়তো একই পণ্য তুলনামূলক বেশি দামে বিক্রি করছে। সে ক্ষেত্রে বাজারের দাম সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করুন। দেশের বাজারে সেটা সহজলভ্য না হলে একই পণ্য অন্য কেউ বিক্রি করছে কিনা, সেটাও যাচাই করে নিন। তবে ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে এমন অসুবিধা হওয়ার চান্স কম। কারণ প্রতিটি কোম্পানির নিজস্ব ওয়েবসাইট বা ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে। যেখান থেকে দাম খুব সহজেই যাচাই করতে পারবেন।

বিশ্বাসযোগ্য ওয়েবসাইট থেকে কিনুন

কমবেশি প্রতিটি প্রতিষ্ঠানেরই নিজস্ব অনলাইন স্টোর রয়েছে। চেষ্টা করুন সেগুলো থেকে কিনতে। তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকবে। যদি অন্য কোনো সাইট থেকে নিতে চান, তবে যেসব ওয়েবসাইট থেকে বেশিরভাগ মানুষ কেনাকাটা করে, চেষ্টা করুন সেগুলো থেকে কিনতে। এসব সাইটের মধ্যে রয়েছে দারাজ, ইভ্যালি, আজকেরডিল এবং পিকাবুসহ নাম করা বেশকিছু প্রতিষ্ঠান। নতুন নতুন অনেক ওয়েবসাইট প্রতিনিয়ত তৈরি হচ্ছে, যার মধ্যে অনেকেই ভুয়া সাইট খুলে অনলাইনে পণ্য বিক্রি করছে। এড়িয়ে চলুন এমন ধরনের ওয়েবসাইট।

ক্যাশ অন ডেলিভারি

বিশ্বাসযোগ্য ওয়েবসাইট ছাড়া অন্য কারও কাছে পণ্য পাওয়ার আগে টাকা না দেওয়াই ভালো। বিশেষ করে ফেসবুক পেজ আর নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে কখনোই আগে পেমেন্ট করা উচিত নয়। তাদের বলুন ক্যাশ অন ডেলিভারির কথা। অর্থাৎ পণ্য বুঝে পেলেই আপনি টাকা দেবেন তাদের হাতে।

কার্ড অন ডেলিভারি

ঈদকে কেন্দ্র করে ব্যাংক বা কার্ড সার্ভিস প্রোভাইডাররা নানা ধরনের সুবিধা দিয়ে থাকে। কার্ডের মাধ্যমে পণ্য কিনে মূল্য পরিশোধে থাকে বিশেষ ছাড়। তাই বাড়তি সুবিধা নিতে এসব কার্ড ব্যবহার করতে পারেন। এ ধরনের সুবিধা দিয়ে থাকে ভিসা, মাস্টারকার্ড এবং এসএসএল কমার্স।

মোবাইল ব্যাংকিং

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও কেনাকাটার মূল্য পরিশোধ করতে পারবেন। দেশে চালু রয়েছে বিকাশ, নগদ, ইউপে, রকেটসহ অনেক মাধ্যম। া

বাজারে ওয়ালটনের পিএসইউ 

কোয়াড ক্যামেরায় গ্যালাক্সি এ৫২এস

অ্যাপলকে পেছনে ফেলে শীর্ষে শাওমি

ট্যাবে অনলাইন ক্লাস

ট্যাবের খোঁজখবর

বাজারে ওয়ালটনের ই-বাইক

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ