সব

বাজারে ওয়ালটনের ই-বাইক

আপডেট : ১৩ জুন ২০২১, ০০:৩৫

'তাকিওন' ব্র্যান্ড নামে ই-বাইক তৈরি করছে ওয়ালটন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

প্রাথমিকভাবে দুই মডেলের ইলেকট্রিক বাইক বাজারে ছাড়বে ওয়ালটন। এগুলোর নাম তাকিওন ১.০০ এবং তাকিওন ১.২০। এখনও বাইক দুটির দাম নির্ধারণ করেনি ওয়ালটন। তবে দেশের ক্রেতাদের ক্রয়ক্ষমতা অনুযায়ী সাশ্রয়ী মূল্যে ই-বাইক বাজারজাত করা হবে। এতে দুই বছর পর্যন্ত বিনামূল্যে বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। এই বাইকে প্রতি কিলোমিটার পথ পাড়ি দিতে ১০-১৫ পয়সা খরচ হবে বলে জানান তিনি।

তাকিওন ১.০০ মডেলের ই-বাইকে রয়েছে শক্তিশালী ১.২ কিলোওয়াট হাব মোটর। এতে ব্যবহূত হয়েছে নতুন প্রযুক্তির গ্রাফিন লেড অ্যাসিড ব্যাটারি। একবার ফুল চার্জে বাইকটি ৬০-৭০ কিলোমিটার যেতে পারবে। এর গতিবেগ হবে ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার। অন্যদিকে তাকিওন ১.২০ মডেলে ব্যবহূত হয়েছে বিশ্বের শীর্ষ মোটর প্রস্তুতকারী প্রতিষ্ঠান বশের মোটর। এর পোর্টেবল লিথিয়াম ব্যাটারির ওজন ৯ কেজি। ফলে এটি খুব সহজেই বহনযোগ্য। বাইকটি সর্বোচ্চ গতিবেগে এক চার্জে ৫০-৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে।

পরিবেশবান্ধব ও সাশ্রয়ী ওয়ালটনের ইলেকট্রিক বাইকে রয়েছে পোর্টেবল চার্জার। গৃহে ব্যবহূত ২২০ ভোল্টের বৈদ্যুতিক লাইন থেকেই বাইকে চার্জ দেওয়া যাবে। এই বাইকের পারফরম্যান্স প্রচলিত ১০০ সিসি বাইকের সমতুল্য। বর্তমানে এক লিটার অকটেনের বাজারমূল্য ৮৯ টাকা, যা দিয়ে একটি ১০০ সিসি বাইক সর্বোচ্চ ৫০-৬০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। আর আমাদের ই-বাইকে একই দূরত্ব চালাতে ৭-৮ টাকা খরচ পড়বে।

বাজারে ওয়ালটনের পিএসইউ 

ট্যাবে অনলাইন ক্লাস

অনলাইনে পণ্য অর্ডার

ট্যাবের খোঁজখবর

ওয়ালটনের গেমিং স্মার্টফোন

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ