লেনোভো :লেনোভো ট্যাব এম৭ ডিভাইসটিতে রয়েছে ৭ ইঞ্চি এলসিডি আইপিএস মাল্টিটাচ ডিসপ্লে, মিডিয়াটেক ১.৬০ গিগাহার্জ প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ৩২ জিবি স্টোরেজ। দাম ১৪ হাজার ১৫০ টাকা। ট্যাব৪ মডেলটিতে রয়েছে ৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, ২ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট স্টোরেজ। বাজারমূল্য ১৬ হাজার ৫০০ টাকা। ট্যাব৪ ৮ প্লাসে রয়েছে ৮ ইঞ্চি ডিসপ্লে, ৩ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট স্টোরেজ, ৮ মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার ও ৫ ফিক্সড ফোকাস ফ্রন্ট ক্যামেরার ট্যাবটির বাজারমূল্য ২৩ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ২১ হাজার টাকায় এম১০, এক লাখ সাত হাজার টাকায় আইডিয়াপ্যাড মিক্স, ৩২ হাজার টাকায় আইডিয়াপ্যাড ডি৩৩০ মডেলের ডিভাইস বাজারে পাওয়া যাচ্ছে।
ওয়ালটন :প্রিলুড এস ৪১ মডেলে রয়েছে ১০.১ ইঞ্চি ডিসপ্লে, ২.৪ গিগাহার্জ গতির ইন্টেল কোয়াড কোর প্রসেসর, ১২৮ জিবি ইএমএমসি স্টোরেজ। উইন্ডোজ চালিত ট্যাবটির দাম ২৪ হাজার টাকা।
স্যামসাং :গ্যালাক্সি এ এইট মডেলের দুই জিবি র্যাম ও ৩২ জিবি রমের ট্যাবলেটের বর্তমান মূল্য ১৪ হাজার টাকা। ট্যাব ১০.১ মডেলের সুদৃশ্য ডিভাইসটিতে রয়েছে কর্নার টু কর্নার সম্পূর্ণ এইচডি ডিসপ্লে। হালকা ও বড় ডিসপ্লের সঙ্গে শিশুদের ব্যবহার নিয়ন্ত্রণ ও প্রবেশ নিয়ন্ত্রণ করা যাবে এতে। কালো রঙের এই ট্যাবের দাম ২৬ হাজার টাকা।
হুয়াওয়ে :মিডিয়া প্যাড টি৩-৭ মডেলের ট্যাবে রয়েছে ৭ ইঞ্চি আইপিএস মাল্টিটাচ ডিসপ্লে। দাম ১০ হাজার টাকা। মিডিয়া প্যাড টি৮-এমটিকে মডেলের দাম ১০ হাজার টাকা। মিডিয়া মেটপ্যাড টি৮ ট্যাবের দাম ১৩ হাজার ৮০০ টাকা।
অ্যামাজন :ফায়ার ৭ : কোয়াড কোর প্রসেসর, ৭ ইঞ্চি ডিসপ্লে, ১ জিবি র্যাম, ১৬ জিবি স্টোরেজ, সামনে ও পেছনে ২ এমপি ক্যামেরার ফোনটির বাজারমূল্য মাত্র ১০ হাজার টাকা। ফায়ার এইচডি ৮ : কোয়াড কোর ১.৩ গিগাহার্টজ প্রসেসর, ৮ ইঞ্চি ডিসপ্লে, ১ জিবি র্যাম, ১৬ জিবি স্টোরেজ, ২ এমপি রিয়ার ক্যামেরার ফোনটির বাজারমূল্য মাত্র ১১ হাজার ৫০০ টাকা। ১৫ হাজার ৫০০ টাকায় পাওয়া যাবে ওয়াটার প্রুফ কিনডল পেপার হোইট ই-রিডার।
অ্যাপল :বিভিন্ন কনফিগারেশনে আইপ্যাড পাওয়া যাবে ২৪ হাজার টাকা থেকে এক লাখ ৭৫ হাজার টাকার মধ্যে। আইপ্যাড ফোর ওয়াইফাই ভার্সনের ১৬ জিবি স্টোরেজের আইপ্যাডটি অনলাইন শপে পাওয়া যাবে মাত্র ২৪ হাজার ৬৫১ টাকায়। ১০.২ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ আইপ্যাড এমডব্লিউ৭৬২এলএল/এ মডেলের দাম ৩৪ হাজার টাকা। একই দামে পাওয়া যাবে এমডব্লিউ৭৪২এলএল/এ মডেলের আইপ্যাডটি। ১২.৯ ইঞ্চি পর্দার আইপ্যাড প্রোর দাম এক লাখ ৭৫ হাজার টাকা।