সব

আর্জেন্টিনাকে সমর্থন ব্রাজিলিয়ান সাপোর্টারদের

আপডেট : ১১ জুলাই ২০২১, ০৩:৪৩


চিরপ্রতিদ্বন্দ্বী নাকি চিরবৈরিতা। নানা উপমা ছন্দ খেলে ব্রাজিল আর আর্জেন্টিনার ম্যাচে। তবে এসব সবকিছুকে ছাপিয়ে যায় যখন দেখা যায় ব্রাজিলের সমর্থক আর্জেন্টিনাকে সমর্থন করে। এবার এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটেছে কোপা আমেরিকায়।
পুরো বিষয় অবিশ্বাস্য ঠেকছে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার চিয়াগো সিলভার কাছে।

কোপা আমেরিকার ফাইনালে রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায় মুখোমুখি হবে দুই দল। মুকুট ধরে রাখার মিশনে নামবে ব্রাজিল। ১৯৯৩ সালের পর এ শিরোপা ফিরে পেতে লড়বে আর্জেন্টিনা।

এই মহারণ ঘিরে আছে আরেকটি আলোচনাও। সেটি আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসিকে নিয়ে। বার্সেলোনার হয়ে ক্লাব ক্যারিয়ারে মুঠোভরে সাফল্য পাওয়া এই ফরোয়ার্ডের জাতীয় দলের হয়ে প্রাপ্তির খাতা শূন্য। তার হাতে এবার কোপা আমেরিকার শিরোপা দেখতে চান ফুটবলপ্রেমীদের অনেকে। তাদের মধ্যে ব্রাজিলিয়ানদের উপস্থিতি মানতে পারছেন না সিলভা।

“দুই দলের দ্বৈরথ খুবই দারুণ একটা বিষয় এবং আমরা জানি, এই প্রতিদ্বন্দ্বিতা আমাদের রক্তে বইছে। একারণেই বিষয়টি নিয়ে আমরা ক্ষুব্ধ; আমরা বুঝতে পারছি না, কীভাবে মানুষ ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনাকে সমর্থন করতে পারে।”

“ফ্রান্স বা অন্য কোনো টুর্নামেন্টে অন্য কোনো দলের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ হলে, তারা আর্জেন্টিনাকে সমর্থন করলে মেনে নেওয়া যায়। কিন্তু ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে ব্রাজিলিয়ানদের আর্জেন্টিনাকে সমর্থন করাটা আমাদের কাছে অচিন্তনীয়। কেননা, জন্মের পর থেকেই ওদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব রয়েছে।”

মারাকানার ফাইনালে কাউকেই এগিয়ে রাখছেন না সিলভা। ৩৬ বছর বয়সী এই ডিফেন্ডার মনে করেন দুই দল সমানে সমান।

ভুল স্বীকার করল কনমেবল

ব্রাজিলের খেলা দেখে হতাশ নেইমার

বিদায়ের ইঙ্গিত স্কালোনির

‘নরক’ মাতালেন বিশ্ব চ্যাম্পিয়নরা

আত্মসমর্পণ?

আজকের খেলা

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ