সব

ভিএফএক্স (VFX) এর দুনিয়ায়

আপডেট : ২৪ মার্চ ২০২১, ২৩:০৪

চলচিত্র বা টেলি নির্মাতারা এখন ভিএফএক্স (VFX) এবং সিজিআই (CGI) এর উপর নির্ভরশীল। ভিএফএক্স এবং সিজিআই এর মধ্যে পার্থক্য আছে, তবে আমাদের আজকের বিষয় মোটেও সেটা নয়। আমরা আজকে দেখবো কি অসাধ্য সাধন করা যায় এই ভিএফএক্স এবং সিজিআই এর মাধ্যমে।

নিচের ছবিগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রিয় মুভি বা টিভি-শো গুলো কতটা এর উপর নির্ভরশীল। বোরিং গ্রিন স্ক্রিনের সামনে অনবদ্য অভিনয় আর পেছেনে ভিএফএক্স এবং সিজিআই এক্সপার্টদের অসাধারণ কারিশমায় আমরা পাই মনভুলানো সব সৃষ্টি।

অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড (Alice In Wonderland)

অ্যালিস এর সেই সপ্নের সিড়ি আসলে সবুজ কার্পেট

টুইডলেডি আর টুইডলেডাম কিন্তু আসলে সবুজ জামা পরা অভিনেতা

গেম অফ থ্রোনস (Game Of Thrones)

বরফ শীতল? আসলেই কি তাই!

গ্রিন স্ক্রিনের দিকে তাকিয়ে এক্সপ্রেসন ফুটিয়ে তোলা আসলেই কষ্টকর

কোথায় কেল্লা কোথায় কি!

বরফের পর্বত বেয়ে কি আসলেই উঠেতে হয়?

বা পড়ে গেলে কি সত্যি পড়ে যায়?

দ্যা গ্রেট গ্যাটসবি (The Great Gatsby)

ছোট্ট ঘরেই পুরো শহর

গ্লোবাল ওয়ার্মিং বা বায়ু দূষণের কারণে এভাবে ঘরে বসেই লং ড্রাইভ করা গেলে মন্দ কি?

দ্যা হবিট (The Hobbit)

মনভুলানো এই দৃশ্য আসলে মানুষের কল্পনা

এমন একটা জায়গায় দাড়িয়ে আলো ছায়ার খেলা দেখতে কতই না ভালো লাগবে

লাইফ অফ পাই (Life of Pi)

মানুষের সাথে নৌকায় উঠেতে বাঘ আপত্তি করায় এই ব্যবস্থা

লো বাজেট ডামি!

দ্যা ডার্ক নাইট (The Dark Knight)

অসাধারণ সিজিআই ইফেক্ট

দ্যা অ্যাভেন্জার্স (The Avengers)

সুপার হিরো মুভি এখন তো স্পেসাল ইফেক্ট ছাড়া কল্পনাই করা যায় না

টুইলাইট ব্রেকিং ডন (Twilight Breaking Dawn)

ড্রামাটিক সিন, কিন্তু আসলে কতটা সত্যি?

অজ, দ্যা গ্রেট & পাওয়ারফুল (Oz, the Great & Powerful)

কোথায় পানি কোথায় কি!

বোর্ডওয়াক ইম্পায়ার (Boardwalk Empire)

সিপোর্ট নাকি দেয়াল?

ডেডলি হানিমুন (Deadly Honeymoon)

কনভার্টেবল রুফটপ সিপ

ডিস্ট্রিক্ট ৯ (District 9)

গ্রাভিটি (Gravity)

গ্রে'স এনাটমি (Grey’s Anatomy)

প্যারানয়া  (Paranoia)

দ্যা সিক্রেট ইন দেয়ার আইস (The Secret In Their Eyes)

দ্যা উলফ অফ দ্যা ওয়াল স্ট্রিট (The Wolf Of Wall Street)

দ্যা ওয়াকিং ডেড (The Walking Dead)

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ

১০০ টুকরা হলো স্যাটেলাইট!

অ্যাপলের বিরুদ্ধে কয়েক শ কোটি ডলার জরিমানা

দুই নভোচারী মহাকাশ স্টেশনে আটকা পড়েছেন

যেভাবে চ্যাটজিপিটির হিস্ট্রি ডিলিট করবেন

প্রযুক্তির এই দিনে

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ