সব

প্রযুক্তির এই দিনে

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৪:১৪

২১ ডিসেম্বর ২০১২
১ বিলিয়ন ভিউ গ্যাংনাম স্টাইলের
 ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইউটিউবে দুই শতাধিক ভিডিও ১০০ কোটি ভিউয়ের রেকর্ড করেছে। কিন্তু প্রথম কোনো ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি  ভিউয়ের মাইলফলক স্পর্শ করে দক্ষিণ কোরিয়ার সংগীতশিল্পী সাইয়ের বানানো ‘গ্যাংনাম স্টাইল’ ভিডিও। গ্যাংনাম স্টাইলের বর্তমান ভিউ ৫৯০ কোটির বেশি।

২১ ডিসেম্বর ১৯২৯
ডগলাস রসের জন্ম
অটোমেটিক্যালি প্রোগ্রামড টুলস (এপিটি) ও অটোমেটেড ইঞ্জিনিয়ারিং ডিজাইনের (এইডি) নির্মাতা ডগলাস টি রস চীনের ক্যানটনে জন্মগ্রহণ করেন। ১৯৫১ সালে যুক্তরাষ্ট্রের ওবারলিন কলেজ থেকে স্নাতক এবং ১৯৫৪ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এমআইটিতে বিভিন্ন পদে থেকে বিমান প্রতিরক্ষাব্যবস্থার প্রকল্পে কাজ করেছেন। ডগলাস রস ইলেকট্রনিক সিস্টেম ল্যাবরেটরির কম্পিউটার অ্যাপ্লিকেশন গ্রুপের প্রধান ছিলেন। এমআইটির কম্পিউটার–এইডেড ডিজাইন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ছিলেন। তিনি এপিটি তৈরি করেন, যা এখন আন্তর্জাতিক মানে পরিণত হয়েছে। আর কম্পিউটার-এইডেড ডিজাইন তো এখন ক্যাড ও ক্যাম ব্যবস্থা। এই প্রকল্প ওয়ার্লউইন্ড, টিএক্স–০, টিএক্স–২, প্রজেক্ট ম্যাক ও সিটিএসএস কম্পিউটারের সঙ্গে বেশ ভালোভাবেই যুক্ত ছিল।

২১ ডিসেম্বর ১৯৬৮
ইন্টিগ্রেটেড সার্কিটের চন্দ্রযাত্রা
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো মহাকাশ কর্মসূচিতে অ্যাপোলো গাইডেন্স কম্পিউটার (এজিসি) ব্যবহার করা হয়। অ্যাপোলো অভিযানের জন্য নির্দেশনা, মহাকাশে যাত্রাপথ ঠিক করা এবং নিয়ন্ত্রণ অংশের হিসাব–নিকাশ বের করা ছিল এজিসির কাজ। এজিসি ছিল প্রথম কম্পিউটার যেটিতে ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) ব্যবহার করে। আর এ জন্য নভোযানে এক ঘনফুটের থেকেও কম জায়গা লাগে। এজিসির তথ্য ধারণক্ষমতা ছিল ১৫ বিট। ১১ দশমিক ৭ মাইক্রোসেকেন্ড ছিল মেমোরি সাইকেল। নভোচারীরা ডিএসকেওয়াইয়ের (ডিসপ্লে কিবোর্ড) মাধ্যমে এজিসির সঙ্গে যোগাযোগ করতেন। এর একটি ডিজিটাল পর্দা ছিল। ক্রিয়া ও বিশেষ্য পদের জন্য দুটি আলাদা বোতাম এবং দুই সংখ্যার সংকেত ব্যবহার করতে হতো।

২১ ডিসেম্বর ২০০৯
 প্যানাসনিক স্যানিও কিনে নেয়
 ইলেকট্রনিকস পণ্য নির্মাতা স্যানিও কিনে নিয়ে নিজেদের অঙ্গ প্রতিষ্ঠান বানায় আরেক ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্যানাসনিক। ২০১১ সালে স্যানিও পুরোপুরি প্যানাসনিকে বিলীন হয়ে যায়। তারপরও আইনগতভাবে স্যানিও এখনো টিকে আছে।

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ