সব

এক ঝলকে ব্রাজিল-আর্জেন্টিনা পরিসংখ্যান

আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৫:৩৭


লিওনেল মেসি নাকি নেইমার কার মুখে ফুটবে হাসি। কে পাবেন কোপা আমেরিকার জয়ের স্বাদ। তা ম্যাচ শেষেই বোঝা যাবে। হাইভোল্টেজ ম্যাচের আগে দেখে নেয়া যাক এদের পরিসংখ্যান -

>> কোপা আমেরিকায় এই নিয়ে ৩৪ বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। যেখানে এগিয়ে আর্জেন্টাইনরা, ১৫ ম্যাচ জিতেছে তারা। আর ব্রাজিলের জয় ১০ ম্যাচে, বাকি ৮ ম্যাচ ড্র। ব্রাজিলের মাটিতে অষ্টমবারের মুখোমুখি হবে তারা, যেখানে একবারও হারেনি স্বাগতিকরা।

>> শীর্ষ প্রতিযোগিতায় ওঠা সবশেষ ছয় ফাইনালেই হেরেছে আর্জেন্টিনা (২০০৪, ২০০৭, ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকা, ২০০৫ সালের কনফেডারেশন্স কাপ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনাল)। এর মধ্যে তিনটিই ব্রাজিলের বিপক্ষে (২০০৪ ও ২০০৭ সালের কোপা আমেরিকা ও ২০০৫ সালের কনফেডারেশন্স কাপে)।

>> কোপা আমেরিকায় আর্জেন্টিনার বিপক্ষে সবশেষ ছয় দেখায় অপরাজিত ব্রাজিল (৩ জয় ও ৩ ড্র)। তারা দলটির বিপক্ষে শেষ হেরেছে ১৯৯৩ সালে (৩-২ গোলে)। সব প্রতিযোগিতা মিলিয়ে আর্জেন্টিনার বিপক্ষে টানা সাত ম্যাচ অপরাজিত ব্রাজিল (৫ জয় ও ২ ড্র)।


>> ব্রাজিলের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সবশেষ ১৯ দেখায় কেবল একবার জিতেছে আর্জেন্টিনা (৪ ড্র ও ১৪ হার)। একমাত্র জয়টি প্রীতি ম্যাচে, মারাকানায় ১৯৯৮ সালে।

>> মারাকানায় ব্রাজিল ও আর্জেন্টিনা এখন পর্যন্ত ১২ বার মুখোমুখি হয়েছে; ব্রাজিলের জয় সাতবার, আর্জেন্টিনার দুইবার এবং বাকি ৩ ম্যাচ ড্র। এই মাঠে ১৯৯৮ সালে দুই দলের সবশেষ দেখা হয়েছিল। ওই প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। এই মাঠে কোপা আমেরিকায় চতুর্থবারের মতো লড়বে তারা। আগের তিনবারে দুই বার জিতেছে ব্রাজিল ১৯৭৯ ও ১৯৮৯ সালে। আর ১৯৮৩ সালের ম্যাচটি হয়েছিল ড্র।

>> কোপা আমেরিকায় ঘরের মাঠে ২৬ ম্যাচ অপরাজিত ব্রাজিল (১৭ জয় ও ৯ ড্র)। এই প্রতিযোগিতায় ঘরের মাঠে খেলা ৪৬ ম্যাচে (৩১ জয় ও ১৩ ড্র) তারা কেবল দুটিতে হেরেছে; ১৯৪৯ সালে প্যারাগুয়ের বিপক্ষে ১-২ গোলে ও ১৯৭৫ সালে পেরুর বিপক্ষে ১-৩ গোলে।

>> কোপা আমেরিকায় স্বাগতিকদের বিপক্ষে সবশেষ ৬ ম্যাচে কেবল একটিতে হেরেছে আর্জেন্টিনা, ৩টি জয় ও দুটি ড্র। ওই পরাজয়টি ২০১৯ সালে ব্রাজিলের বিপক্ষে, ২-০ গোলে।

>> লিওনেল স্কালোনি ও তিতে চতুর্থবার মুখোমুখি হবে। আগের তিনবারে ব্রাজিল দুইবার জিতেছে, ২০১৮ সালে ১-০ ও ২০১৯ সালে ২-০ গোলে। আর আর্জেন্টিনার একমাত্র জয় ২০১৯ সালের নভেম্বরে, ১-০ গোলে। ব্রাজিলের কোচ হিসেবে তিতের সবশেষ হার আর্জেন্টিনার বিপক্ষে ওই ম্যাচেই।

কানাডা কোচের মেসিকে হুমকি

ভুল স্বীকার করল কনমেবল

ব্রাজিলের খেলা দেখে হতাশ নেইমার

বিদায়ের ইঙ্গিত স্কালোনির

‘নরক’ মাতালেন বিশ্ব চ্যাম্পিয়নরা

আত্মসমর্পণ?

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ