অভিনয়, বিয়ে এমনকি বিচ্ছেদ সব মিলিয়েই ছিল তুমুল আলোচনায়। বিচ্ছেদের দীর্ঘ পাঁচ বছর কেটে গেলো। তবে, ১৫ মে রাতে সবাইকে চমকে দিলেন তারা। ফেসবুক লাইভে যুক্ত হলেন, একে অন্যে আলাপে মাতলেন।
অনলাইন শপ ইভ্যালি আয়োজিত এক সারপ্রাইজ ফেসবুক লাইভে অংশ নিয়েছিলেন অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাভিদ মাহবুব।
ছোট পর্দার তুমুল জনপ্রিয় এ জুটি বাস্তব জীবনে বিচ্ছেদের পর দুজনই সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। একসঙ্গে লাইভ অনুষ্ঠানে অংশ নিলে আরো বেশি সাইবার বুলিংয়ের কবলে পড়বেন জানতেন। তার পরও ইতিবাচক চর্চা বৃদ্ধির বার্তা নিয়ে তারা লাইভে এসেছিলেন বলে জানান। অনুষ্ঠানে অংশ নেয়া প্রসঙ্গে মিথিলা বলেন, ‘এখানে আমি ভালো কিছু বিষয় প্রমোট করতে এসেছি। কারণ আমাদের সবাইকে নিয়েই ভালো থাকতে হবে। অনুরোধ করব, আমরা খারাপ কিছু বলব না। খারাপ কিছু শুনবও না। আমাদের পজিটিভিটির চর্চা করা খুব দরকার।’
মিথিলার সঙ্গে সুর মিলিয়ে তাহসান বলেন, ‘যখন আমি সারপ্রাইজের স্ট্যাটাস দিলাম এবং ও (মিথিলা) রিপ্লাই দিল, তখন খেয়াল করলাম অনেক পজিটিভ বা সারপ্রাইজড হওয়ার মতো কমেন্ট আসছে। কিন্তু খেয়াল করলাম এর মাঝেও কিছু নেতিবাচক কমেন্ট আসতে থাকল ওকে নিয়ে। যেটা আগেও লক্ষ করেছি। দেখুন পাঁচ বছর হলো আমাদের বিচ্ছেদের। সংগত কারণেই একসঙ্গে কাজ করা হয় না। কিন্তু প্রতিনিয়ত আমরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি।’
ইতিবাচক অনুভূতির চর্চার তাগিদ দিয়ে তাহসানের কথার সূত্র ধরে মিথিলা বলেন, ‘আমি শুরুতে সোজা মানা করে দিয়েছিলাম। কারণ আমরা একসঙ্গে বসলে আবার জানি মানুষ কী বলে। কিন্তু পরে ভাবলাম, পজিটিভ ভাবনার কথাগুলো আমাদের একসঙ্গে বসেই বলা দরকার। এ দেশে তো আমার সন্তানকেও বড় করতে হবে। আমি যত গালি খাই, আমাকে ভালোটাই বলতে হবে। পজিটিভিটির বার্তা ছড়িয়ে দিতে হবে।’
এ লাইভের মাধ্যমেই জানা গেল, আবার একসঙ্গে কাজ শুরু করছেন তাহসান ও মিথিলা। ফেস অব ইভ্যালি হিসেবে কাজ করছেন তাহসান। ১৫ মে থেকে ফেস অব ইভ্যালি লাইফস্টাইল হিসেবে যুক্ত হচ্ছেন মিথিলা।
এর আগে ১২ মে তাহসান তার ফেসবুক আইডি থেকে একটা পোস্ট শেয়ার করেন। তাতে লেখেন, ‘এই শনিবার রাতে আপনার জন্য একটি সারপ্রাইজ আছে।’ ঈদ সামনে রেখে এমন পোস্ট খুব বেশি কৌতূহল সৃষ্টি করেনি। কিন্তু এর ঘণ্টাখানেক পর যখন মিথিলা তার ফেসবুক আইডিতে লেখেন, ‘সত্যি? সারপ্রাইজের জন্য অপেক্ষা করছি।’
মিথিলার এ পোস্টের পরই তুমুল আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই রহস্যের কূলকিনারা খুঁজতে শুরু করেন দুই তারকার ভক্তরা। শনিবার বিকালে ইভ্যালির ফেসবুক পেজ থেকে একটি ব্যানার পোস্ট করা হয়। এতে দুই তারকাকে নিয়ে নাভিদ মাহবুবের লাইভের ঘোষণা আসে।
২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন পরিচয় হয় তাহসান ও মিথিলার। একসঙ্গে অভিনয় করেন বহু নাটকে। তারা বিয়ে করেন ২০০৬ সালে। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়।