সব

ইভ্যালিতে শবনম ফারিয়া

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০৩:৪৪


দেশের অন্যতম আলোচিত ই-কমার্স সাইট ইভ্যালিতে যোগ দিলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। পয়লা জুন থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির হয়ে কাজ শুরু করেছেন ‘দেবী’ খ্যাত অভিনেত্রী।

প্রতিষ্ঠানটির প্রধান জনসংযোগ কর্মকর্তা (পাবলিক রিলেশনস) হিসেবে নিয়োগ পেয়েছেন শবনম ফারিয়া। প্রতিষ্ঠানটির মিডিয়া ও কমিউনিকেশনস প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে শবনম ফারিয়া জানান, ‘কাজ করার ফলে মিডিয়া সম্পর্কে আমার জানাশোনা আছে। তবে এটা আমার জন্য নতুন জার্নি। এখনও অনেক কিছু শেখার আছে। আমি কর্পোরেট ওয়ার্ল্ডের সঙ্গে তেমন বেশি পরিচিত না। তারপরও চেষ্টা করব সবকিছুর সমন্বয় করে ভালো কাজ করার জন্য।’

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল সংবাদ সম্মেলনে জানান, ‘শবনম ফারিয়া খুবই জনপ্রিয় একজন তারকা। তাকে আমাদের সঙ্গে পেয়ে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস ইভ্যালির সঙ্গে গণমাধ্যম ও অন্যান্য গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে তিনি বিশেষ ভূমিকা পালন করবেন।’

উল্লেখ্য, ২০১৩ সালে নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক শবনম ফারিয়ার। তারপর থেকে এখন পর্যন্ত অসংখ্য নাটক-টেলিফিল্মে কাজ করেছেন তিনি। ২০১৮ সালে জয়া আহসান প্রযোজিত-অভিনীত ‘দেবী’ সিনেমায় অভিনয় করেও দারুণ প্রশংসিত হন এই তারকা।

প্রিয় কেউ চলে গেছে- সিদ্ধার্থ শুক্লা

ডার্ক থ্রিলার বিলাপ; হলিউডে দ্য গ্রেভ

কেমন হলো তাহসান-মিথিলার আলাপ

সুবর্ণজয়ন্তীতে প্রেক্ষাগৃহে জয়া!

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ