রাফিয়াথ রশিদ মিথিলাকে শুধু একটি বিশেষণে ধরা যায় না। তিনি একাধারে শিক্ষিকা, সমাজসেবী, অভিনেত্রী। তবে এবার নিজের আরো একটি নতুন রূপের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তিনি। সম্প্রতি ভারতের আনন্দবাজার অনলাইনের ফটোশুটে মিথিলা কখনো লাল-মেরুন গাউন, কখনো হট প্যান্ট বা কখনো সাদা-কালো নেটের শাড়িতে ভিন্নভাবে হাজির হন। ছবিতে মিথিলা বোল্ড-বিউটিফুল-গ্ল্যামারাস। কলকাতার তারকা স্টাইলিস্ট সন্দীপ জয়সওয়াল তাকে সাজানোর দায়িত্ব নিয়েছিলেন। ফটোশুটে মিথিলা মোট চারটি পোশাকে হাজির হয়েছেন। আর ছবিগুলো তোলা হয়েছে সৃজিতের বাড়ির স্টুডিও ও ছাদে।
মিথিলা সম্প্রতি কলকাতায় শেষ করেন মায়া ছবির কাজ। এছাড়া রিঙ্গো ব্যানার্জির অ্যা রিভার ইন হ্যাভেন ছবিতে দেখা যাবে তাকে। রয়েছে অ্যান্থলজি ফিল্ম নীতিশাস্ত্রের কাজ। অরুণাভ খাসনবিশ পরিচালিত নীতিশাস্ত্র সিনেমাটি চারটি ছোটগল্পের সমষ্টি। মিথিলার গল্পটির নাম ‘ধী’। এতে একজন চিকিৎসকের চরিত্রে দেখা যাবে তাকে। নীতিশাস্ত্রের ‘মোক্ষ’ গল্পটিতে অভিনয় করছেন ইমন চক্রবর্তী। এর বাইরে ছবিটিতে আরো অভিনয় করছেন বিদীপ্তা চক্রবর্তী, রজতাভ দত্ত, শান্তিলাল মুখার্জি, ঋতব্রত মুখার্জি, বাসবদত্তা চ্যাটার্জি প্রমুখ।