সব

রাইমা-প্রিয়াঙ্কার উত্তাপে নেটিজনরা

আপডেট : ০৯ জুন ২০২১, ২১:০৫

সিনেমা হোক বা সিরিজ, কেবল পছন্দ হলেই অভিনয়ে সম্মতি দেন। তার বাইরে নিজের মতো থাকতে ভালোবাসেন মুনমুনকন্যা রাইমা সেন। করোনাকালেও নিজের ওই মেজাজ ধরে রেখেছেন ৪০ বছর বয়সী এই লাবণ্যময়ী অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্ণতা ছড়িয়েছেন ফটোশুটের ছবি দিয়ে। ছবি দেখে সমালোচনাও করছেন কেউ কেউ।

ছবিতে নীল জিন্স পরা রাইমার শরীরের উপরের দিকটা প্রায় অনাবৃত। শুধু বক্ষযুগল ঢেকে রেখেছেন তিনি। ঢেউ খেলানো পিঠে এক টুকরো সূতো পর্যন্ত নেই। ছবির ক্যাপশনে রাইমা জানিয়েছেন, বিশেষ এই ফটোগ্রাফির দায়িত্বে ছিলেন তথাগত ঘোষ। তিনিই স্টাইলিং করেছেন। মেকআপ করেছেন অমিত কারক।

রাইমার এই 'বোল্ড চেহারা'য় বেশ খুশি অনুরাগীরা। কমেন্ট বক্সে অনেকেই প্রশংসা করেছেন, 'এজলেস বিউটি' উপাধি দিয়েছেন। আবার সমালোচনাও কম হচ্ছে না।

২০২০ সালে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে দেখা যায় রাইমাকে। তারপর থেকে ওয়েব প্ল্যাটফর্মেই বেশি ব্যস্ত এ নায়িকা। কিছুদিন আগে হৈচৈ প্ল্যাটফর্মের ‘হ্যালো’ সিরিজের তৃতীয় মৌসুমে নজর কাড়েন তিনি। সম্প্রতি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ ‘দ্য লাস্ট আওয়ার’।

রাইমার প্রভাব শেষ হতে না হতেই এবার স্বচ্ছ্ব বিকিনি পোশাকে প্রিয়ঙ্কা সরকার ধরা দিলেন চিত্রগ্রাহক তথাগত ঘোষের ক্যামেরায়।
রাইমার মতোই নিমেষে সেই ছবিও ভাইরাল। তথাগত ইনস্টাগ্রামে ছবি ভাগ করে নিয়েছেন নিজেই। মন্তব্যও চোখে পড়ার মতো, ‘এ যেন সমুদ্রের গান, গর্জন। যা নিয়ে খেলা করা যায় অনায়াসেই....!’ সমুদ্র পাড়ে স্বল্পবাসে মোহময়ী অভিনেত্রীকে দেখতে ইতিমধ্যেই লাইক আর কমেন্টে ভাসাচ্ছেন নেটিজনরা।

মন্তব্যের ঘরে কেউ বলেছেন, ‘অবশেষে সামনে আনলেন। এই ছবির অপেক্ষাতেই ছিলাম।’ আরেক নেটাগরিক খুঁজে পেয়েছেন সোনালি অতীত। প্রিয়াঙ্কার প্রথম ছবি, ‘চিরদিনই তুমি যে আমার’-এর কথা মনে করে তার মন্তব্য, ‘এ যেন বাতাসে গুন গুন!’

মিথিলার নতুন লুকে চাউর টলিউড পাড়া 

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ