সব

আইপিএলের পর বলিউডেও সাকিব আল হাসান!

আপডেট : ১০ জুন ২০২১, ১১:৫২

বলিউডে নানা অঙ্গনের অনেক তারকার জীবনই উঠে এসেছে। সেই প্রমাণ দেয় ভারতের আজহারউদ্দীন, শচিন টেন্ডুলকার, মাহেন্দ্র সিং ধোনির বায়োপিকের সাফল্য। তবে, সেই ধারাবাহিকতায় যদি এবার যোগ হয় সাকিব আল হাসানের বায়োপিক, তাহলে তো কথাই নেই?

সাকিব নিজেই এই তথ্য জানিয়েছেন গত ২০ মার্চ রাতে এক ফেসবুক লাইভে এসে। বিশ্বসেরা অলরাউন্ডার বায়োপিকের ব্যাপারে কথা বলেন। শুধু তাই নয়, করোনার প্রভাব না থাকলে এতদিনে সিনেমাটির কাজও শুরু হয়ে যেত বলে জানান সাকিব। এদিকে বেশ কিছু সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ছবিটি বাংলাদেশ থেকে নয়, নির্মিত হবে মুম্বাই অর্থাৎ বলিউড থেকে। জানা গেছে, চলচ্চিত্রটির প্রযোজনার সঙ্গে যুক্ত হতে পারেন সাকিব নিজেও। আপাতত চলছে ছবিটির প্রস্তুতি। লেখা শুরু হয়েছে চিত্রনাট্য। এজন্য সাকিব আল হাসানের নানা তথ্য অনুসন্ধান করছে টিম।

এদিকে, অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তাই ভারত থেকে শিগগিরই দেশে চলে আসবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আইপিএলটা মুস্তাফিজের ভালো কাটলেও, বাজে কেটেছে সাকিবের।

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ব্যাটে-বলে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। তিনটি ইনিংসে ব্যাট হাতে তার সংগ্রহ মোট ৩৮ রান, ব্যাটিংয়ে স্ট্রাইকরেট (৯৭.৪৩) এক শ’র নিচে। আর বল হাতে শিকার করেছেন মাত্র ২টি উইকেট, রান দিয়েছেন ওভারপ্রতি ৮ দশমিক ১২ করে।

অন্যদিকে, মুস্তাফিজুর রহমানের আইপিএলটা দারুণ কেটেছে। রাজস্থানের হয়ে সবকটি ম্যাচেই খেলেছেন তিনি। ৭ ম্যাচে নিয়েছেন ৮টি উইকেট। পাওয়ার প্লে ও স্লগ ওভারে বোলিং করেও ওভারপ্রতি রান দিয়েছেন ৮ দশমিক ২৯ করে। তবে ব্যাট হাতে তেমন সুযোগ পাননি 'দ্য ফিজ'।

বলিউড পর্দায় বাঁধনের অডিশন

কিয়ারার রূপে কী প্লাস্টিকের ছাপ?

এরপরও বলিউডকেই এগিয়ে রাখছেন দক্ষিণী তারকারা

পর্দায় সৌরভ গাঙ্গুলি হবেন কে 

"ভালো চুমু খেতে পারেন এমন পুরুষ পছন্দ"

বিয়ের সময় পার করেছেন সালমান

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ