৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৫ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এখন তা পিছিয়ে ২২ অক্টোবর করা হচ্ছে।
সনাতন ধর্মাবলম্বীদের উৎসব দুর্গাপূজার বিজয়া দশমীর কারণে পিছিয়ে যাচ্ছে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। পিএসসি সূত্রে জানা গেছে, ৪৩তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট পরীক্ষার দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা বিষয়ে বিস্তারিত নির্দেশনা যথা সময়ে সংবাদ মাধ্যমে এবং পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
গত সোমবার (২৯ মার্চ) পিএসসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৩তম বিসিএস পরীক্ষার অনলাইনে আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
এদিকে, কেউ স্কলারশিপ পেয়েছেন, কেউ নিজের টাকায় উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়েছেন ইউরোপের দেশ জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। করোনা মহামারির কারণে বিগত ২-৩ সেমিস্টারে শিক্ষার্থীরা বাংলাদেশে বসেই অনলাইনে ক্লাস করেছেন । তবে আগামী সেমিস্টারে জার্মানির বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাস চালু করতে যাচ্ছে। এদিকে ঢাকাস্থ জার্মান দূতাবাস ভিসা কার্যক্রম স্বাভাবিক সময়ে সীমিত এবং লকডাউনের একেবারেই বন্ধ রাখায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ অবস্থানরত জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, বাংলাদেশে জার্মান দূতাবাসের কার্যক্রম পরিচালিত না হলে যথাসময়ে ভিসা পাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। অনেকেই টিউশন ফি জমা দিচ্ছেন, তারা যেতে না পারলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আবার কোনও কোনও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলের শঙ্কা রয়েছে। ফলে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে হুমকির মুখে পড়বে শিক্ষার্থীদের শিক্ষা জীবন ও ক্যারিয়ার।
করোনার মহামারির প্রভাবে লকডাউনের সময় ঢাকাস্থ জার্মান দূতাবাস ভিসা সংক্রান্ত সেবা বন্ধ রেখেছে। অন্যান্য সময় খুবই সীমিত আকারে হয়। জার্মানিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় বছরে ২ সেমিস্টারে। বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীরা জার্মানির বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়ে বিগত ৩ সেমিস্টার অনলাইনে ক্লাস করছে। তবে অনেক বিশ্ববিদ্যালয় আগামী সেমিস্টার ক্যাম্পাস চালু করতে যাচ্ছে। এজন্য শিক্ষার্থীদের অনেকেই ব্লক অ্যাকাউন্ট ১১ লাখ টাকা জমা রেখেছে । যারা স্কলারশিপ পাননি তারা বিশ্ববিদ্যালয় ভেদে কয়েক লক্ষাধিক টাকা টিউশন ফিও জমা দিয়েছে।