প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থায় কাটছে সবার। সেইসাথে করোনা সংক্রমণের পরিস্থিতি অনেকটা নাজুক করে ফেলেছে নগরবাসীকে। তাই পোশাকেও চাই আরামদায়কতা। ঢিলেঢালা, নরম কাপড়ের তৈরি পোশাক এখন শান্তি দিতে পারে শরীরকে। তবে, কুর্তা, টপ বা ফতুয়ায় পেতে পারেন স্বস্তি।
টপে বেছে নিতে পারেন প্রকৃতিধারার উজ্জ্বল রঙ। এ বছর টেইলরড প্যান্টের বেশ কদর বেড়েছে। সুতির তৈরি প্যান্টগুলো নানা ধরনের টপের সঙ্গে ভিন্নতা নিয়ে আসে। ফ্লেয়ার্ড ক্রপ টপ এখন বেশ জনপ্রিয় এর আরামদায়ক কাটের কারণেই। ঢিলেঢালা কিন্তু বেশ স্টাইলিশ। লম্বায় ছোট টপগুলো কোমরের একটু ওপরে পরা যায়, এমন প্যান্টের সঙ্গে মানাবে।
ওভারসাইজড (প্রয়োজনের চেয়ে বড় আকার) শার্ট চলতি ধারার অন্যতম আকর্ষণ। পেছনে কিছুটা লম্বা, সামনের তুলনায়। শার্ট ঢোলা, তবে হাতা চাপানো। সুতির হওয়ায় আরামও পাওয়া যাবে।
টপের ওপরে ব্যবহার করতে পারেন জামদানির কাপড়। পোশাকের নিচের অর্ধেক অংশে ফ্রিলের ব্যবহার প্রশংসনীয়। ডোরাকাটা নকশার কাপড় দিয়ে বানাতে পারে কুর্তা ও প্যান্ট। খাদি কাপড় অন্যতম উপযোগী।