ধারণা করা হয়েছিল কান থেকে 'রেহানা মরিয়ম নূর' অন্তত একটি পুরস্কার নিয়ে দেশে ফিরবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। ফিরতে হচ্ছে পুরস্কার ছাড়াই। তবে 'রেহানা মরিয়ম নূর' টিম যে সাফল্য নিয়ে দেশে ফিরছে তা ভাবলেই মাথা উচু হয়।
সিনেমা দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কান’-এর অফিসিয়াল সিলেকশনে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার অন্তর্ভুক্তির খবরে আগেই আনন্দে ভাসেন দেশের সিনেমাপ্রেমীরা। আগামী ৬ জুলাই থেকে ফ্রান্সের কান শহরে বসছে এই উৎসব। যেখানে দেখানো হবে সিনেমাটি।