প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন হিন্দি সিরিয়াল ‘নাগিন’-এ অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পাওয়া বলিউড অভিনেত্রী মৌনী রায়।
আগামী বছরের জানুয়ারিতে প্রেমিক সূর্য নাম্বিয়ারের সঙ্গে দুবাই কিংবা ইতালিতে তিনি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
পশ্চিমবঙ্গের কোচবিহারে জন্ম নেওয়া এ বাঙালি অভিনেত্রী বিদেশে বিয়ে পর্ব সেরে কোচবিহারে নিজেদের বাড়িতেও একটি অনুষ্ঠানের আয়োজন করবেন।
পাত্র সূর্যর জন্ম বেঙ্গালুরুর জৈন পরিবারে; ব্যবসা করেন দুবাইয়ে।
হিন্দি সিরিয়াল নাগিন-এ অভিনয়ের সুবাদে ২০১৬ সালে সেরা অভিনেত্রী হিসেবে আইটিএ পুরস্কার পান মৌনী। সিরিয়ালের পাশাপাশি ‘গোল্ড’, ‘লন্ডন কনফিডেনশিয়াল’ বেশ কয়েকটি বলিউডের সিনেমায় অভিনয় করেছেন তিনি।
মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরেক সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’; এতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রনবীর কাপুর, আলিয়া ভাট।