সব

হোটেলের চাকরি থেকে শোবিজে বাণী কাপুর

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০০:৫৬

 

বাণী কাপুরের নতুন ছবি বেলবটম মুক্তি পেয়েছে ১৯ আগস্ট। অক্ষয় কুমার ও বাণীর এ ছবি মুক্তির পর বড় ঝড় না তুললেও ধীরে ধীরে বাড়ছে বক্সঅফিসের অংক। বলিউডে বাণীর ক্যারিয়ার আট বছরের। এ সময়ে তিনি অভিনয় করেছেন হৃত্বিক রোশন, রণবীর সিং, অক্ষয় কুমার, টাইগার শ্রফের সঙ্গে। ছবির সংখ্যা খুব বেশি না হলেও বাণী তার সৌন্দর্য আর গ্ল্যামার দিয়ে বলিউডে বিশেষ জায়গা করে নিয়েছেন। কৌতূহলোদ্দীপক বিষয় হচ্ছে, সিনেমায় নাম লেখানোর আগে বাণী কাজ করতেন একটি হোটেলে।

বাণী কাপুর এসেছেন দিল্লি থেকে। তার পরিবারের কোনো ফিল্ম লাইনের ব্যাকগ্রাউন্ড নেই। আর বাণী নিজেও কখনো থিয়েটার করেননি। অভিনয়ের অন্য কোনো মাধ্যমেও তিনি যুক্ত ছিলেন না। বাণীর মা স্কুলশিক্ষক এবং তার বাবা আসবাব রফতানির ব্যবসায় যুক্ত।

বাণী স্নাতক ডিগ্রি নিয়েছেন ট্যুরিজম স্টাডিজে। এরপর জয়পুরের ওবেরয় হোটেল অ্যান্ড রিসোর্টে ইনটার্ন করেছেন। ক্যারিয়ারও শুরু করেন এ সেক্টরেই। চাকরি শুরু করেন আইটিসি হোটেলে। সেখান থেকে তার সঙ্গে চুক্তি করে একটি মডেলিং এজেন্সি। এভাবেই শোবিজ জগতে তার পা রাখা।

২০০৩ সালে সুশান্ত সিং রাজপুত ও পরিণীতি চোপড়ার সঙ্গে শুদ্ধ দেশী রোমান্স ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় বাণী কাপুরের। স্পষ্টভাষী এক তরুণীর চরিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। এরপর হূত্বিক রোশন, রণবীর সিং, অক্ষয় কুমার, টাইগার শ্রফের সঙ্গে করেছেন বেফিকরে, ওয়ার, বেলবটমের মতো ছবি।


তামিল ছবি আহা কল্যানামে দেখা গেছে বাণীকে। এটি হিন্দি ছবি ব্যান্ড বাজা বারাতের রিমেক। বাণীকে সামনে দেখা যাবে রণবীর সিং ও সঞ্জয় দত্তের সঙ্গে শামসেরা ছবিতে। তার পকেটে আছে আয়ুশমান খুরানার সঙ্গে চণ্ডীগর কারে আশিকি’ ছবিটিও। দুটো ছবিই ব্যবসাসফল হবে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা।

অক্ষয় ক্যারিয়ারেও অক্ষয়!

এবছরই কী বিয়ের পিঁড়িতে রণবীর-আলিয়া

আরিয়ানের ভুল ভুলাইয়া

অমিতাভ, আমির, শাহরুখ নাকি সালমান, অক্ষয়!

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ