সব

এবছরই কী বিয়ের পিঁড়িতে রণবীর-আলিয়া

আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৮:২৮


বেশ কয়েকবছর হলো চুটিয়ে প্রেম করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট ()। গত বছরই তাদের বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এবার বিষয়টি খোলাসা করে দিলেন লারা দত্ত।

সম্প্রতি ‘বেলবটম’ সিনেমার ট্রেলার ইন্দিরা গান্ধি-রূপী লারা দত্তকে বেশ ভালোভাবে গ্রহণ করেছে দর্শকরা। এজন্য গত কয়েক দিন ধরেই তিনি সংবাদের শিরোনামে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়াতেও অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ সিনেদর্শকরা। সেই অভিনেত্রী-ই এক ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুললেন রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে।

সাক্ষাৎকারে লারাকে প্রশ্ন করা হয়েছিল, বলি তারকাদের নিয়ে কিছু গুজব, যা সত্যি হতে পারে? সেপ্রসঙ্গে কথা বলতে গিয়েই লারা জানান, তিনি এই প্রজন্মের তারকাদের মধ্যে পড়েন না, তাই সবকথা বলতে পারবেন না। তবে রণবীর-আলিয়ার (রণলিয়া) প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘আমার বিশ্বাস ওরা এবছরই বিয়ে করছেন’।

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার সেটেই আলিয়ার সঙ্গে রণবীর কাপুরের প্রেমের সূত্রপাত। সেই সিনেমা বছর তিনেক ধরে এখনও মুক্তির অপেক্ষায়। এর মধ্যে আলিয়া বেশ কয়েকটা ছবির কাজ করে ফেললেও রণবীরকে কিন্তু আর কোনো ছবিতে দেখা যায়নি। তা লারা দত্তর কথাটা কি সত্যি যে, চলতি বছরেই গাটছড়া বাঁধতে চলেছেন রণবীর-আলিয়া? নেটদুনিয়া এখন সেই মুহূর্তের অপেক্ষায়।

বাংলাদেশে মুক্তির অনুমতি পেল ‘অ্যানিম্যাল’

বলিউডের সিনেমায় সাই পল্লবী!

পর্দায় সৌরভ গাঙ্গুলি হবেন কে 

হোটেলের চাকরি থেকে শোবিজে বাণী কাপুর

আলিয়ার প্রস্তাবে রাজি হননি বানশালী

আলিয়া ভাটের চমক

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ