সব

 দশ বছর পেরিয়ে রোমাঞ্চকর ইপিএল- পর্ব ২

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:১০

 

প্রিমিয়ার লিগের 'বিগ সিক্সের' ভেতরে থাকা টটেনহাম হটস্পার্স কিংবা আর্সেনাল গত এক দশকে যেখানে একবারও প্রিমিয়ার লিগের শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি সেখানে ওই লেস্টারই 'বিগ সিক্স'র বাইরে থেকেও জয় করেছে প্রিমিয়ার লিগ। আজ খেলার শেষ পনের মিনিট পর্যন্তও এগিয়েই ছিল ফক্সরা। তখন ভিলা পার্কে পিছিয়ে ছিল চেলসি। অর্থাৎ মাত্র ১৫ মিনিট লিডটা ধরে রাখতে পারলেই নিশ্চিত চ্যাম্পিয়নস লিগের টিকিট। সেখান থেকে শেষ পর্যন্ত ৪-২ গোলে হেরে কোয়ালিফাই-ই করতে পারল না তারা। স্পার্সের হয়ে শেষ ম্যাচে অসাধারণ খেলেছেন গ্যারেথ বেল এবং খুব সম্ভবত স্পার্সের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলা হ্যারি কেইনও। এই দুইয়ে জাদুকরী পারফরম্যান্সে লেস্টারের সঙ্গে সঙ্গে কপাল পুড়েছে গানার্সদেরও।

 

এদিকে ভিলা পার্কে চেলসির ঘাম দিয়ে জ্বর ছেড়েছে। স্বাগতিক অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরেই বসে অল ব্লুজরা। অধিনায়ক আজপিলিকুয়েটাও ম্যাচের একদম অন্তিম মুহূর্তে দেখেন লাল কার্ড। ফিরে আসা অধিনায়ক জ্যাক গ্রিলিশের উপস্থিতিতে দূর্দান্ত খেলে ভিলা। যোগ্য দল হিসেবেই আজ জিতেছে তারা। পৌনে তিনশ মিলিয়ন পাউন্ড খরচ করা চেলসি, আর তাদের আকাশচুম্বী বেতনের কোচ থমাস টুখেল মুখ রাখতে পারেননি। কানের পাশ দিয়ে গুলি গেছে কেবল লেস্টার হেরে যাবার কারণে। আজ প্রিমিয়ার লিগের সেরা চার থেকে বাদ পড়ে গেলে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচের মহারণে মানসিকভাবে অনেক চাপে থাকত ব্লুজরা। দলেও আসত অস্বস্তি। সেটা আপাতত চাপা পড়বে। ২৯ তারিখে জিতলে আবারও উড়তে শুরু করবে ব্লুজরা। অবশ্য এছাড়া গতিও নেই টুখেলের দলের। কেননা কাড়ি কাড়ি অর্থ খরচ করেও এখনও ঘরে তুলতে পারেনি কোনো সিলভারওয়্যার। আবার লিগেও শেষটা টেনেছে চতুর্থ হয়ে...

 

চেলসি চতুর্থ, লেস্টার পঞ্চম! তাহলে তৃতীয় হল কে? শেষ নয় খেলার আটটিতে জিতে অসাধারণ পারফর্ম্যান্স দেখিয়ে লিগে তৃতীয় হবার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে খেলাটাও নিশ্চিত করেছে অল রেডসরা। এইতো কদিন আগেই সাত নম্বরে থাকা লিভারপুল দারুণ সংকল্প দেখিয়ে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিল আর শেষ করল শুধু ম্যানচেস্টারের দুই দলের পিছনে। রক্ষণভাগের তিন প্রধান সেনা ভার্জিল ভ্যান ডাইন, জো গোমজ, মাতিপকে হারিয়ে গোটা মৌসুম ভুগেছে ইয়্যুর্গেন ক্লপের দল। মৌসুমের অর্ধেকেরও বেশি সময় ধরে এই তিন রক্ষণসেনাকে দলেই পাননি ক্লপ। তাছাড়াও ফরোয়ার্ডরাও ছিলেন না ধারাবাহিক। মৌসুমের শেষাংশের আগেই শিরোপা হাতছাড়া হয়েছিল রেডসদের। সেই সঙ্গে অনেকেই তো আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়েও ছিলেন সংশয়ে। তবে ভাঙ্গাচোরা রক্ষণ নিয়েও শেষ পর্যন্ত জাদু দেখালেন ইয়্যুর্গেন ক্লপ।

আজকের খেলা

দশ বছর পেরিয়ে রোমাঞ্চকর ইপিএল- পর্ব ১

নিভু নিভু সুপার লিগ

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ