সব

নিভু নিভু সুপার লিগ

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৭:২৭

ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে আলোচিত ইউরোপিয়ান সুপার লিগের ভবিষ্যত। নাম প্রত্যাহার করে নিয়েছে ইংল্যান্ডের ছয় ক্লাব। সরে দাঁড়িয়েছে এসি মিলান, ইন্টার মিলান ও আতলেতিকো মাদ্রিদ। হাল ছেড়ে দেয়ার ইঙ্গিত য়্যুভেন্তাস প্রেসিডেন্ট আন্দ্রিয়া আগনেলির কন্ঠে। ক্লাবগুলোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন।

এখনো সিদ্ধান্তহীনতায় দুই স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। তবে চুক্তি অনুযায়ী নাম প্রত্যাহারের সুযোগ নেই বলে জানিয়েছেন সুপার লিগ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। বিতর্কের জেরে ম্যান ইউর সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন এড উডওয়ার্ড।

'ইউ উইল নেভার ওয়াক অ্যালোন'- ক্লাব স্লোগানেই স্পষ্ট সমর্থকদের সাথে সম্পর্কটা কেমন লিভারপুলের। বৃথা যায়নি লিভারপুল ভক্তদের আবেদন। প্রিমিয়ার লিগের বাকি ৫ ক্লাবের সঙ্গে সুপার লিগ থেকে সরে আসার ঘোষণা দিয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরাও।
ব্রাইটনের বিপক্ষে ম্যাচ খেলতে স্ট্যামফোর্ড ব্রিজের প্রধান ফটকের সামনে চেলসির টিম বাস। তবে নিজেদের দুর্গেই প্রবেশ করতে পারছে না ব্লুজরা। সুপার লিগে দলের অংশগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে সমর্থকদের অবরোধ। শেষ পর্যন্ত ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর ও সাবেক গোলরক্ষক পিতর চেক বস থেকে নেমে আসেন। সমর্থকদের অনুরোধ করে নিস্তার পায় পুরো দল।

শুধু চেলসি নয়, ইংল্যান্ডের ছয় ক্লাবের সমর্থকরা রাস্তায় নেমে আসে। প্রতিবাদ জানায়। আর সে চাপেই বিতর্কিত সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, চেলসি, লিভারপুল, আর্সেনাল ও টটেনহ্যাম। ক্লাবগুলো বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েও দেয় এমন সিদ্ধান্তের খবর। সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছে আর্সেনাল ও টটেনহ্যাম।

সুপার লিগ থেকে ক্লাবগুলোর মুখ ফিরিয়ে নেবার পর রসিকতায় নেমেছে ফুটবলাররা। আইমেরিক লাপোর্তে, রাহিম স্টার্লিংরা টুইট করে এ বিতর্কিত আসরকে বিদায় জানিয়েছেন। তাদের সাথে যোগ দিয়েছে রাশিয়ান ক্লাব স্পার্তাক মস্কো।

তবে এতো কিছুর পরেও দমে যাননি সুপার লিগের মাস্টার মাইন্ড রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তিনি জানিয়েছেন, সুপার লিগে যেসব ক্লাব খেলতে রাজি হয়েছে তারা চুক্তিবদ্ধ। আর এখান থেকে বের হয়ে যাবার কোনো সুযোগ নেই। বিশ্ব ফুটবলকে অস্বস্তির মধ্যে ফেলে দেয়া ফ্লোরেন্তিনো পেরেজকে এক হাত নিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।

একের পর এক ক্লাবকে হারিয়ে এখন অনেকটাই নিঃসঙ্গ ফ্লোরেন্তিনো পেরেজ এন্ড কোং। ১২ ক্লাবের মধ্যে কেবল নিজেদের সিদ্ধান্তে অটল রিয়াল মাদ্রিদ, য়্যুভেন্তাস ও বার্সেলোনা। স্প্যানিশ গনমাধ্যমের আভাস, সুপার লিগ থেকে নাম প্রত্যাহারের মিছিলে যোগ দেবে কাতালানরাও।

আনচেলত্তির চোখে সিটি ফেবারিট

আজকের খেলা

১২০৪ কোটি বেতনে সৌদি আরবে নেইমার

আজকের খেলা

এল ক্লাসিকোতে নতুন এক বার্সাকে দেখল বিশ্ব

প্রিয় ম্যানচেস্টার সিটি

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ