অদৃশ্য বস্তু করোনার কারণে এখন প্রতিদিন রয়েছে আমাদের জন্য দুঃসংবাদ। তবে এসব দুঃসংবাদের মধ্যেও বাইকপ্রেমীদের জন্য রয়েছে কিছু সুখবর। এপ্রিল মাসেই ভারতে আটটি মোটরসাইকেলের নতুন মডেল লঞ্চ হয়েছে।
যেমন- Yamaha YZF-R15 V3.0 এর নতুন ভার্সন, Triumph Bonneville রেঞ্জের ছ’টি মডেলের 2021 ভার্সন এবং Triumph এরই বহু প্রতীক্ষিত Trident 660
TVS Apache RR 310
বাইকের জগতে টিভিএস নতুন প্রজন্মকে ভালোভাবেই ধরে রেখেছে। এবার সেই মাত্রায় নতুনত্ব যোগ করে নতুন মডেল নিয়ে হাজির হচ্ছে ফ্ল্যাগশিপ মডেল অ্যাপাচি আরআর ৩১০। খুব কম সময়ের মধ্যেই এটি নতুন আপডেট নিয়ে হাজির হবে বাইকপ্রেমীদের কাছে। যেখানে নতুন ভার্সনের সাসপেনশন সেটআপে দেখা যাবে সবচেয়ে বড় পরিবর্তন। বাইকের সামনে ও পেছনে থাকবে প্রি-লোড অ্যাডজাস্টাবিলিটি সাপোর্ট। এতে বাইকাররা স্টাইলিশভাবে সাসপেনশন টিউন করতে পারবেন। এছাড়াও কর্নারিং এবিএস ফিচার যোগ করা হবে এবং বাইকের টায়ারেও থাকবে পরিবর্তন। আমদানিকৃত টায়ারের ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় টিভিএস কিছুটা বাধ্য হয়েই Michelin Road 5 টায়ারের পরিবর্তে নিজস্ব Eurogrip ProTorq Extreme টায়ার ব্যবহার করবে। তবে, মেকানিক্যাল স্পেসিফিকেশনে পরিবর্তন দেখার সম্ভাবনা খুবই কম।
Suzuki Hayabusa
বিশেষণ যেখানে হার মানায় সেটি সুজুকি হায়াবুসাতে। গ্লোবাল মোটরসাইকেল মার্কেটে এটি শিহরন জাগানো একটি নাম। একইভাবে ভারতেও জনপ্রিয় প্রিমিয়াম বাইকগুলির মধ্যে অন্যতম। এই সুপারবাইকের ২০২১ ভার্সনে থাকবে ১,৩৪০ সিসি-র ইনলাইন ফোর-সিলিন্ডার ইঞ্জিন। ইঞ্জিনের সর্বোচ্চ পাওয়ার আউটপুট ১৮৭.৭ এইচপি ও টর্ক ১৫০ এনএম। এছাড়া বাইকটির মূল ফিচারের মধ্যে রাইডিং মোড, ইঞ্জিন ব্রেক কন্ট্রোল, পাওয়ার মোড সিলেক্টর, ট্র্যাকশন কন্ট্রোল, বাই-ডিরেকশনাল কুইক শিফট সিস্টেম, ক্রুজ কন্ট্রোল, কর্নারিং এবিএস উল্লেখযোগ্য। তবে বাইকটির অন্যতম মুখ্য নতুনত্ব, Brembo Stylema ব্রেকিং সিস্টেমের কথা না বললেই নয়।
2021 KTM RC 390
কেটিএম বর্তমানে RC 390 ছাড়াও RC 125 ও RC 200 এর নেক্সট জেনারেশন মডেলের ওপর কাজ করছে। কেটিএম আরসি ৩৯০ এর প্রোটোটাইপ ভার্সনের টেস্ট রাইডের ছবি একাধিকবার স্পাই শটের মাধ্যমে সামনে এসেছে। প্রোটোটাইপ মডেলের ছবি অনুসারে, কেটিএম আরসি ৩৯০ এর নেক্সট জেনারেশন মডেলের সামনের প্রান্তটি সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করা হয়েছে। ফ্রন্ট ফেয়ারিং ছাড়াও ফিউয়েল ট্যাংকের আকৃতি ও রাইডিং এরগোনমিকসে সংশোধন দেখা যেতে পারে।
Ducati Diavel
গত বছরের নভেম্বরে গ্লোবাল মার্কেটে ডুকাটি এক্সডিয়াভাল রেঞ্জের মোটরসাইকেলের ওপর থেকে পর্দা সরিয়েছে। কিছু মেকানিকক্যাল ও ফিচার আপডেট সহ ২০২১ পাওয়ার ক্রুজার ডিয়াভেল ও স্পোর্টি ভার্সন এক্সডিয়াভালের ভারতে আগমনের কথা ডুকাটির তরফে নিশ্চিত করা হয়েছে।