সব

দক্ষতায় পূরণ হবে চাকরির প্রত্যাশা

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৬:১১


চাকরির ক্ষেত্রে অভিজ্ঞতা নয় বরং দক্ষতা অনুযায়ী জব ম্যাচিং হবে। সম্প্রতি এমনই একটি পাইলট প্রোগ্রাম চালু করেছে লিঙ্কডইন। কলড স্কিল প্যাচ ও ন্যাশনাল জব কাউন্সিলের সহযোগিতায় প্রোগ্রামটি সিঙ্গাপুরে চালু হয়েছে। এখানে লিঙ্কডইন লার্নিং কোর্সের মাধ্যমে চাকরিপ্রার্থীদের দক্ষতা বাড়ানো হবে। চাকরিদাতাদের কাছে প্রদর্শনের জন্য অ্যাসেসমেন্টের ব্যবস্থা থাকবে। দক্ষতা অনুযায়ী প্রতিষ্ঠানগুলো যেন যোগ্য প্রার্থীকে বাছাই করতে পারে তার জন্য সহজ ব্যবস্থাও থাকবে। খবর আইএএনএস।

সম্প্রতি এক ব্লগপোস্টে লিঙ্কডইনের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান মাইক্রোসফট জানায়, দক্ষতার রাস্তা ধরেই নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো তাদের কাজ অনুযায়ী প্রকৃত দক্ষ লোককে শনাক্ত করতে পারবে। আপাতত কাজের ছয়টি ধরন নির্বাচন করা হয়েছে। সেগুলো হলো কাস্টমার সার্ভিস, ডাটা অ্যানালিস্ট, প্রজেক্ট ম্যানেজার, রিক্রুটার, সাপ্লাই চেইন কো-অর্ডিনেটর ও সেলস ডেভেলপমেন্ট। প্রতিষ্ঠানটি জানায়, লিঙ্কডইন দক্ষতা অনুযায়ী কাজের জায়গার প্রাসঙ্গিক সাজেশন দেখাবে।

প্রতিষ্ঠানটি আরো জানায়, দক্ষতা অনুযায়ী কাজের এ নতুন সিস্টেমটি চাকরি প্রার্থীদের শুধু বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন সম্ভাবনারই দুয়ার খুলবে তা নয় বরং তাদের অতীত অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা মিলিয়ে সার্বিক কৃতিত্ব নতুন কাজের সম্ভাবনাও তৈরি করবে।


উল্লেখ্য, গত বছর মহামারীর ভেতরও পুরো বিশ্বে বিভিন্ন প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় আড়াই কোটি চাকরির নোটিস প্রকাশিত হয় লিঙ্কডইনে। এতে এভিয়েশন বা ট্রাভেল প্রতিষ্ঠানে কর্মরত যারা বেকার হয়েছিল, তাদের জন্য নতুন কাজ পাওয়ার একটি ভালো মাধ্যম হয়ে উঠেছে প্লাটফর্মটি।

সিনিয়র অফিসার পদে সমন্বিত ৮ ব্যাংকে চাকরি

যেসব চাকরির পরীক্ষা স্থগিত

ব্রিটেনে অবিশ্বাস্য বেতনের  চাকরি

চাকরি ছাড়ার আগে যা করবেন

চাকরির অনিশ্চয়তা কীভাবে বুঝবেন

বিসিএস কেন-কতদূর?

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ