বছর না ঘুরতেই মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল। ক্রিকেট বিনোদনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এখন এটিই। এটি শুধু ক্রিকেটপ্রেমীদের জন্যই নয় এর আকর্ষণ ক্রিকেট সংশ্লিষ্ট সব পক্ষেরই। যার পরতে পরতে টাকা ওড়ে।
মাত্র ৫ মাসের ব্যবধানেই এবার ঘরের মাঠে পর্দা উঠছে এই টুর্নামেন্টের। তবে, এমন সুখবরেও যেন নেই শান্তি, আশান্তির ছায়া কোভিড নাইনটিন। ইতোমধ্যে বিভিন্ন দলের সংশ্লিষ্টদের মধ্যে এই ভাইরাস হানা দিলেও আইপিএল ছন্দ থামার কোনো নামগন্ধ নেই। অথচ বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ এখন ভারতেই, যেখানে প্রতিদিন লাখের বেশি মানুষ আক্রান্ত আর প্রাণহানিতেও ঊর্ধ্বগতির স্কেল।
নানা প্রতিবন্ধকতায় এবারের চৌদ্দতম আসর । কড়া বিধিনিষেধের জালে মোড়া এবারের আসরে থাকছে গ্যালারি শূন্যতা। প্রত্যেক দল থাকবে বায়োবাবলে। সাতদিনের কোয়ারেন্টিন কাটিয়ে খেলোয়াড়রা অনুশীলনে নামলেও প্রতিটি দিন আর রাত হবে শঙ্কা আর চ্যালেঞ্জকে জয় করার।
৫২ দিনের আসর শেষ হবে ৩০ মে। ছয় শহরে হবে ৬০ ম্যাচ। বিশ্বে ক্রিকেটে থাকছে না অন্য কোনো খেলা। সবার চোখ এবার মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুর আর কলকাতার দিকে।
আইপিএল মানেই যে টাকার ছড়াছড়ি তা মাত্রই শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজ এর উদাহরণ। মাঝপথে ভারতে উড়েছেন কাগিসো রাবাদা,লুঙ্গি এনগিদি,এনরিক নর্তিয়ের মতো ক্রিকেটাররা। যার বলি ঘরের মাঠে সিরিজ হার। এমন উদাহরণ নিউজিল্যান্ডে আছে। আর সাকিব-মোস্তাফিজের গল্পটাও সবারই জানা।
এবারে কিংস ইলেভেন পাঞ্জাব বদলে হয়েছে পাঞ্জাব কিংস আর বাকি সবাই চেনা নামেই। যথারীতি এবারও শক্তির বিচারে এগিয়ে মুম্বাই আর চেন্নাই। বিরাট কোহলি-ডিভিলিয়ার্স আছে বলেই বেঙ্গালুরু এবারও শক্তির বিচারে প্রথম কাতারে।
রোহিত শর্মার মুম্বাই সবচেয়ে বেশি ৫ বার, ধোনির চেন্নাই জিতেছে তিন শিরোপা। এবারের আসরেই ক্যারিয়ারে ইতি টানার সম্ভাবনা সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। ক্রিস গেইল, ইমরান তাহির, হরভজন সিং, আম্বাতি রাইডুকেও দেখা যেতে পারে শেষবার।
সবচেয়ে দামি ক্রিকেটার রাজস্থান রয়্যালসের ক্রিস মরিস। ১৬ কোটি ২৫ লাখ রুপি। এর আগে যুবরাজের রাজ ছিল এখানে। যার দাম ছিলো ১৬ কোটি। এবারের আইপিএলে অধিনায়কত্বের অভিষেক হবে দুজনের। দিল্লিতে রিশাব প্যান্ট, রাজস্থানে স্যাঞ্জু স্যামসনের হাতে থাকবে আর্মব্যান্ড।
বাংলাদেশের জন্য আইপিএল মানেই সাকিব-মোস্তাফিজের আর তাদের দল কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। গৌতম গম্ভীরের নেতৃত্বে পাওয়া দুই শিরোপায় সফলতার অংশ সাকিব। আবারও ফিরেছেন চেনা গন্ডিতে। ইয়ন মরগ্যানের দলে তিনি হতে পারেন বাজির ঘোড়া। আর বিদেশি কোটায় আছে তারকার ছড়াছড়ি। আছেন আন্দ্রে রাসেল, সুনিল নারিন, প্যাট কমিন্স, লকি ফার্গুসন, টিম সেইফার্টরা।
অন্যদিকে, মোস্তাফিজের দলে ব্যাটিং সাইড ভালো হলেও দুশ্চিন্তা বোলিং নিয়ে। কেননা, জোফরা আর্চারের ইনজুরি। তারপরও ক্রিস মরিস, মোস্তাফিজ, অ্যান্ড্রু টাইরাও কম যাননা। সাথে আছেন উনাদকাটের মতো পেসার আর মারখান্ডের মতো স্পিনার। ব্যাটিংয়ে স্যাঞ্জু স্যামসন, বেন স্টোকস ও জশ বাটলার জ্বলে উঠলে আর কী লাগে?