তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন তাঁরা। ফাইনালে ওঠার সুযোগ গতকালই হারিয়েছিল বাংলাদেশ, ভারতের কাছে হেরে। সোনা জেতার আশা সেখানেই হারিয়েছিল বাংলাদেশ। তাই বলে একদমই খালি হাতেও এশিয়ান গেমসের ক্রিকেট প্রতিযোগিতা থেকে ফিরছেন না বাংলাদেশের মেয়েরা।
এশিয়ান গেমসের সর্বশেষ যে দুই আসরে রুপা জিতেছিল বাংলাদেশ, তবে এইবার এক স্থান নিচে থেকেই সন্তুষ্ট থাকতে হচ্ছে নিগারদের। অতীতের কথা চিন্তা করলে এটা বাংলাদেশের মেয়েদের জন্য একরকম অবনতিই।
গতকাল বাংলাদেশের ব্যাটিং একদম ভালো হয়নি। ৫১ রানে অলআউট হয়ে গিয়েছিল তারা। আজ অনেকটা একইরকম দুঃস্বপ্ন পাকিস্তানের মেয়েদের ‘উপহার’ দিয়েছেন তারা। পাকিস্তান অলআউট হয়নি ঠিকই, কিন্তু ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে কোনোভাবে ৬৪ তুলতে পেরেছে তারা। ২০-এর ঘরে যায়নি কারওর স্কোর। অধিনায়ক নিদা দারের ১৪ রান, আলিয়া রিয়াজের ১৭ আর সাদাফ শামাসের ১৩ রানই যা একটু বলার মতো, বাকি সবার রান এক ডিজিটেই আটকেছেন বাংলাদেশের মেয়েরা। তিন উইকেটের নিয়ে সবচেয়ে সফল বোলার স্বর্ণা আক্তার, দুই উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা। একটি করে উইকেট শিকার করেছেন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান।
জবাবে ৫ ওভারে ২৭ রানের ওপেনিং জুটি গড়েছিলেন শামিমা সুলতানা ও সাথী রানি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও জয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। মিডল অর্ডারে স্বর্ণার ১৪ রানের ওপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে তিন উইকেট নিয়েছেন নাশরা সান্ধু। ১০ বল আর ৫ উইকেট হাতে রেখেই ব্রোঞ্জ পদক জিতে নেয় বাংলাদেশ।