সমুদ্রসৈকতে ঘুরে বেড়িয়েছেন আর সমুদ্রতীরের বিপণি থেকে বিভিন্ন অলংকার সরঞ্জাম মন কাড়েনি, তা কী হয়। সমুদ্রসৈকতে ছোট ছোট গয়নার দোকানে নিশ্চয়ই পর্যটকদের আকৃষ্ট করে মৃত শামুক, ঝিনুক, মাছ বা মাছের খোলসে তৈরি নানা ধরনের গয়না। একসময় পর্যটকদের মন কাড়ানো এসব পণ্যই এখন জায়গা করে নিয়েছে ফ্যাশন ট্রেন্ডে।
তরুণদের মধ্যেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সমুদ্র থেকে পাওয়া প্রাকৃতিক উপাদানে তৈরি গয়নার। বলা যায়, এর জোয়ার চলছে হাল ফ্যাশনে। ডিজাইনাররা এর নামকরণ করেছেন শেল জুয়েলারি।
চলতি বছরের শুরুর দিকে প্রায় প্রতিটি ফ্যাশন শোতে নজরে পড়েছে এ ধরনের জুয়েলারি। সি শেল এমনিতেই প্রকৃতির নান্দনিক সৃষ্টি। সুতরাং, এর থেকে তৈরি গয়নায় খুব একটা কারুকাজ প্রয়োজন হয় না। এ জন্য শেলের গয়নায় মিসম্যাচ নেই বললেই চলে। একধরনের ম্যাটেরিয়াল দিয়েই তৈরি হয় গয়নাগুলো। এতে বাড়তি রঙের ব্যবহারের চেয়ে এর প্রাকৃতিক রংই ক্রেতার পছন্দের শীর্ষে।
হলিউড সিনেমরা ধারাতেও রয়েছে এসব পণ্য। ২০১৮ সালে রিলিজ পাওয়া ‘দ্য লিটল মারমেইড’–এর প্রধান চরিত্র এরিয়েলকে শেলের গয়নায় দেখা যায়। এ ছাড়া একই শিরোনামে রয়েছে জনপ্রিয় একটি অ্যানিমেশন সিরিজ, যেখানেও এর প্রধান চরিত্রকে দেখা যায় শেল জুয়েলারিতে।
আবার বিভিন্ন ব্র্যান্ড মেটাল দিয়ে তৈরি করছে শেল স্টাকচারের নানা ধরনের জুয়েলারি। গোল্ড আর রোজ গোল্ড ব্যবহারে নকশায় আনা হচ্ছে পরিবর্তন। রুপাও তৈরি হচ্ছে এগুলো।
শেলের গয়না বেছে নিলে পোশাকের দিকেও একটু নজর দিতে হবে। গয়নাকে প্রধান্য দিতে চাইলে একরঙা পোশাকই বেছে নিতে হবে। পোশাক এক রঙের এবং বিপরীত হলে তা দেখতে আকর্ষণীয় হয়। তবে রং নির্বাচনে কোনো বাধাধরা নিয়ম নেই। উজ্জ্বল যেমন মানিয়ে যাবে, তেমনি শান্ত ও কোমল রংও মানাবে।