নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ! লাল সবুজের জার্সি গায়ে মাঠ দাপিয়ে বেড়ানো এক দল টাইগার আছে প্রতীক্ষায়। মনে বড্ড খিদে! এ খিদের আধার শুধুই ২২ গজের সীমানায়! জিতলেই শুধু মিটবে এ খিদের জ্বালা।
এই যে ২২ গজের দৌরাত্ম্য! তা নিউজিল্যান্ডের বিপক্ষে বরারবই ছিল টাইগারদের জন্য ছন্দবিরস। ভাগ্যটা কখনোই প্রসূন্ন হয়নি টাইগারদের জন্য। যে ক্ষতদাগ এখনও বয়ে বেড়াচ্ছেন তারা। কিইদের বিপক্ষে তিন সংস্করণে সবমিলিয়ে ২৬ ম্যাচের একটিতেও জয়ের স্বাদ পাননি টাইগাররা। এই যে জয়ের স্বাদের খিদেয় জর্জরিত টাইগাররা কী এবার মিটাতে পারবে তাদের সাধনা। তা মাঠের লড়াই বলে দেবে??
তবে, প্রাপ্তির শূন্যতা মেটাতে যে মরিয়া টাইগাররা তাতে কতখানি ফল আসবে তা নিয়েও রয়েছে দুশ্চিন্তা। কিউই কন্ডিশন বরাবরই এক শক্ত প্রতিপক্ষ বাংলাদেশের জন্য। তার ওপর রয়েছে সাকিব-মাশরাফির এক বিশাল শূন্যতা। সাকিবের মতো অলরাউন্ডারের ঘাটতি পূরণের কোনো স্থলাভিষিক্ত নেই, তা আপনি-আমি সবাই জানি তেমনি ম্যাশের জাদুকরী ক্যাপ্টেনসি অভিজ্ঞতাও দল যে ভালোভাবে মিস করবে তা বলার অপেক্ষা রাখে না।
করোনায় দীর্ঘ বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের মাটিতে মাঠ শাসন করেছে তামিমের দল। ক্যাপ্টেনসির ছোঁয়া তুলে ধরেছেন বেশ ভালোভাবেই। তেমনই এবার নতুন দিগন্ত ছুঁবে নিউজিল্যান্ডের মাটিতেও, আক্ষেপ ঝরবে হাসিতে!
তবে, এই মহামারির সময়ে টানা ৭ দিন ২৩ ঘণ্টা করেই কাটাতে হয়েছে ঘরে বসে। আবহাওয়ার সাথে নিজেদের মানিয়ে নেয়ার সময়টুকুু সেই সময়ে না পেলেও এখন মাঠের অনুশীলনে ঘাম ঝরাতে ব্যস্ত তামিম-মুশফিকরা।
নিউজিল্যান্ডের মাটিতে তাদের কন্ডিশনের অনুকূলে স্বাগতিকদের হারানোটা কষ্টসাধ্য হলেও তামিম-লিটন জুটি সব সমীকরণকে উল্টে দিতেও যথেষ্ট কিংবা মিরাজ-মোস্তাফিজের বোলিং নৈপুন্যতা ছিটকে পড়তে পারে কিউই ব্যাটসম্যানরাও। মাঠের লড়াইয়ে অসাধ্য কিছুই নেই। শুধু অসাধ্যকে সাধন করাটাই মুখ্য।
এদিকে, নিউজিল্যান্ড দলের অধিনায়ক ও ব্যাটিং তারকা উইলিয়ামসন ইনজুরিতে পড়ায় কিছুটা স্বস্তি দিতে পারে টাইগারদের। কিন্তু হাল না ছাড়ার কোনো কিছুই নেই। সবকিছুই যখন তাদের পক্ষে। তবে, বাংলাদেশের অদম্য খেলোয়াড় তামিম ইকবাল হার না মানতে নারাজ। অধিনায়কত্বের পরিকল্পনায় জেতার ছক যে এঁকেছেন এই অধিনায়ক তা সফরে যাওয়ার আগেই সাংবাদিকদের বলেছেন।