সব

কেমন মনিটর চাই

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১৫:০২


বর্তমানে সুদৃশ্য ও আকর্ষণীয় বহনযোগ্য মনিটর ব্যবহারের আগ্রহ বেড়ে চলছে। শুধু ব্যবসা-বাণিজ্য কিংবা অফিসের কাজ নয়, ব্যক্তিগত অনেক প্রয়োজনেও একটি বহনযোগ্য মনিটর আপনাকে দেবে স্বাচ্ছন্দ্য। এটি স্থাপনে বাড়তি জায়গারও প্রয়োজন নেই, নেই অনেক কেবল ব্যবহারের ঝামেলাও।

বাজারে আসুস, এইচপি, ভিউ সোনিক, লেনোভো প্রভৃতি ব্র্যান্ডের বহনযোগ্য মনিটর পাওয়া যায়। এর মধ্যে আসুসেরই রয়েছে বেশ কিছু মডেলের পোর্টেবল মনিটর।

আসুস:আপনার প্রয়োজন ভেদে নিতে পারেন আসুস জেনস্ট্ক্রিন এমবি১৬এসি, জেনস্ট্ক্রিন গো এমবি১৬এপি মডেলটিতেও আরামদায়ক ভিউ ও আইকেয়ার ফিচার, ১৯২০/১০৮০ রেজুলেশন, ৬০ হার্ট রিফ্রেশ রেট, হাইব্রিড সিগন্যাল সলিউশন পাওয়া যাবে। মনিটরটি সহজেই ব্যাকপ্যাকে বহন করা যাবে। এর বৈশ্বিক বাজারমূল্য ৪৯৬ ডলার।

ভিউসনিক:বাজারে ভিউসনিকেরও পাবেন বেশ কিছু মডেল। এর মধ্যে হালকা-পাতলা গড়নের ভিউসোনিক টিডি১৬৫৫ মডেলটি ১৬ ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে রয়েছে ১৯২০/১০৮০ রেজুলেশন, টাইপ সি ইউএসবি, ৬ বিট কালার সাপোর্টসহ আছে বিল্ট ইন স্পিকার। মনিটরটির দাম ২৬ হাজার টাকা। থাকছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। ভিউসনিক ভিজি১৬৫৫ মডেলটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চি সম্পূর্ণ এইচডি ডিসপ্লে, হাই রেজুলেশন, টাইপ সি ইউএসবি, ৬০ হার্ট রিফ্রেশ রেটের সঙ্গে অ্যান্টি-গ্লেয়ার কোটিং, ব্লু লাইট ফিল্টারসহ বিল্ট ইন স্পিকার। দাম ২০ হাজার টাকা।

লেনোভো:লেনোভো থিঙ্কভিশন এম১৪ মডেলটির ১৪ ইঞ্চি বিস্তৃত সম্পূর্ণ এইচডি ডিসপ্লের মনিটরটির ওজন মাত্র ৫৭০ গ্রাম। ৬০ হার্ট রিফ্রেশ রেট, ১৯২০/১০৮০ রেজুলেশন, টাইপ সি ইউএসবি, ডিসপ্লে পোর্ট ১.২, কেনসিংটন লক স্লট, ৩০০ এনআইটিএস উজ্জ্বলতা, লো ব্লু লাইট টেকনোলজির মনিটরের দাম ২১ হাজার টাকা।

ওয়াকম:ওয়াকম ডিটিকে১৬৬০এ মডেলটি ট্যাবলেট এবং মনিটর উভয় কাজে সমানভাবে পারদর্শী। ওয়াকম প্রো পেন ২ প্রযুক্তি ব্যবহার করে আঁকাজোখায় পাওয়া যাবে অন্যরকম আনন্দ। ১৯২০/১০৮০ রেজুলেশনের স্ট্ক্র্যাচ প্রতিরোধী ১৫.৬ ইঞ্চি সম্পূর্ণ এইচডি সাফেসগ্লেয়ার ডিসপ্লে কাজে গতি এনে দেবে। দাম ৫৫ হাজার টাকা।

এওসি:১৫.৬ ইঞ্চির সম্পূর্ণ এইচডি ডিসপ্লের এওসি ১৬০১এফডব্লিউইউএক্স মডেলের মনিটরটি মাল্টিমিডিয়া, ব্যবসা কিংবা ব্যক্তিগত প্রয়োজনে সমানভাবে কাজে দেবে। মাত্র ৮২০ গ্রাম ওজন ও .৩৫ ইঞ্চি স্লিম মনিটরটিতে রয়েছে ৬০ হার্ট রিফ্রেশ রেট, ১৯২০/১০৮০ রেজুলেশন, টাইপ সি ইউএসবি, লো ব্লু লাইট টেকনোলজির মনিটরটির দাম ১০ হাজার টাকা। এওসি ১৬৪৯এফডব্লিউইউ মডেলে রয়েছে ১৫.৬ ইঞ্চি এলইডি স্ট্ক্রিনের ১৩৬৬/৭৬৮ রেজুলেশন ও ৬০ হার্ট রিফ্রেশ রেট। দাম ছয় হাজার টাকা।এ ছাড়া লেপো লাইট এইচওয়ান, এমএসআই অপটিক্স এমএজি১৬১ভি, সাইডট্রাকেরও পোর্টেবল মনিটর রয়েছে।

আসুস জেনস্ক্রিন

আরামদায়ক ভিউ ও আইকেয়ার ফিচারের আসুস জেনস্ট্ক্রিন এমবি১৬এসি মনিটরে রয়েছে ১৯২০/১০৮০ রেজুলেশনের ১৫.৬ ইঞ্চি সম্পূর্ণ এইচডি সারফেসগ্লেয়ার ডিসপ্লে। ৬০ হার্ট রিফ্রেশ রেট, আইপিএস ইউএসবি ৩.০ মোডের মনিটরটির ওজন ৭৮০ গ্রাম। বাজারমূল্য ২৮ হাজার টাকা। তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে প্রতিষ্ঠানটি।

এইচপি এলিট ডিসপ্লে

কমপ্যাক্ট ও স্লিম এস১৪ মডেলের এইচপির পোর্টেবল মনিটরের দাম ১৯ হাজার টাকা। ১৯২০/১০৮০ রেজুলেশন, টাইপ সি ইউএসবি, ৬ বিট কালার সাপোর্টসহ মনিটরটিতে রয়েছে অ্যান্ডি-গ্লেয়ার প্যানেল। ১৪ ইঞ্চি ডিসপ্লের মনিটরটিতে ৬০ হার্ট রিফ্রেশ রেটের সঙ্গে ৮০ হার্ট সমান্তরাল রিফ্রেশ রেট পাওয়া যাবে।

ভিউসনিক টিডি

হালকা-পাতলা গড়নের আকর্ষণীয় টিডি১৬৫৫ মডেলটি ১৬ ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে রয়েছে ১৯২০/১০৮০ রেজুলেশন, টাইপ সি ইউএসবি, ৬ বিট কালার সাপোর্টসহ আছে বিল্ট ইন স্পিকার। সহজেই বহনযোগ্য মনিটরটির বাজারমূল্য ২৬ হাজার টাকা। থাকছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।

ট্যাবে অনলাইন ক্লাস

ট্যাবের খোঁজখবর

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ