সব

মেসি অভ্যর্থনায় প্যারিস

আপডেট : ১২ আগস্ট ২০২১, ০১:০৬


পিএসজির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অবশ্য ঘোষণা এখনো আসেনি। তবে লিওনেল মেসির ফরাসি ক্লাবটিতে যোগ দেওয়ার বিষয়ে যা যা হওয়া দরকার এখন পর্যন্ত তা সবই হচ্ছে। নেইমার আবারও মেসির সঙ্গে খেলার ঘোষণা দিয়েছেন। এর আগে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি জানিয়েছেন, পিএসজিতেই যাচ্ছেন মেসি।

ব্রাজিলিয়ান তারকা ইনস্টাগ্রাম ডে'তে মেসিকে জড়িয়ে ধরা ছবি পোস্ট করে লিখেছেন, 'আবারও আমরা একসঙ্গে'।
২০১৩ সালে ব্রাজিলের সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার। তারপর ধীরে ধীরে হয়ে উঠেন মেসির প্রিয় বন্ধু। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। তবে তাদের বন্ধুত্ব আগের মতোই অটুট ছিল। আবারও মেসির সঙ্গে খেলতে চান এমন কথা অনেকবারই বলেছেন নেইমার। সেই স্বপ্নটা যে পূরণ হচ্ছে সেটার নিশ্চয়তা নেইমারই দিলেন।

মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যায় ব্যক্তিগত বিমানে প্যারিসে পৌঁছেন মেসি। উপস্থিত হাজার হাজার ভক্তদের হাত নেড়ে অভিবাদনও জানিয়েছেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার। পিএসজি তাদের অফিসিয়াল টুইটার পেজে একটি ভিডিও পোস্ট করেছেন, সেখানেও মেসির সঙ্গে চুক্তির বিষয়টি ইঙ্গিত দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, যে কোনো মুহূর্তে পিএসজির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

কানাডা কোচের মেসিকে হুমকি

বিদায়ের ইঙ্গিত স্কালোনির

‘নরক’ মাতালেন বিশ্ব চ্যাম্পিয়নরা

আত্মসমর্পণ?

মেসিকে আটকাতে পারবেন কি ডালাসের খেলোয়াড়েরা?

হ্যাটট্রিকটাই পেলেন না মেসি

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ