কোনো সম্পর্কই হুট করে গড়ে ওঠে না। অনেক ভাবনা ও আবেগের বিনিময়ে গড়ে ওঠে একেকটি সম্পর্ক। আর ভালোবাসার সম্পর্ক তো এতই স্পর্শকাতর হয়ে থাকে যে, গড়ে ওঠার পর টিকিয়ে রাখতে রীতিমতো হিমশিম খান অনেকেই। আর প্রচলিত সমাজ ব্যবস্থায় এর দায়ভার সচরাচর চাপিয়ে দেওয়া হয় প্রিয় মানুষটির ওপর। বলি, এই প্রিয় মানুষটিরও কিন্তু দায়ভার কম নয়; বরং ক্ষেত্র বিশেষে একটু বেশিই। তো, আপনি যেই হয়ে থাকেন, কীভাবে সম্পর্ক টিকিয়ে রাখবেন, চলুন তার কিছু পাঠ বিনিময় করি-
উদ্যোগ নিন নিজেই
সব সময় প্রিয় মানুষটির যতটা সম্ভব খেয়াল রাখুন। কোনো ব্যাপারে মনোমালিন্য ঘটলে নিজেই উদ্যোগ নিয়ে মিটিয়ে ফেলুন। মোটেও মনোমালিন্য কিংবা নেতিবাচক কোনো কিছুকে বাড়তে দেবেন না। কেননা, তাতে সম্পর্কটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রবল।
প্রভাবিত করুন ভালো কাজে
প্রিয় মানুষটিকে কখনও কোনো ব্যাপারে বাধ্য করবেন না। বরং সম্পর্কের প্রয়োজনে তাকে প্রভাবিত করতে পারেন ভালো কিছু করার।
পাশে থাকুন বিপদেও
তার যে কোনো বিপদে, বিনা প্রশ্নে সবসময় পাশে থাকুন। আর যখন সে বিপদ থেকে বেরিয়ে আসবে, তখন শান্তভাবে তার সঙ্গে আলাপ করুন সেটিও অপরাপর বিপদের আশঙ্কা নিয়ে, যেন ভবিষ্যতে একই ধরনের বিপদে সে না পড়ে। তবে খেয়াল রাখবেন, আপনার বলার ভঙ্গিমায় কিংবা শব্দ চয়নে এমন ব্যাপার যেন না থাকে, যাতে সে ভেবে বসতে পারে, উপকার করেছেন বলে কথা শোনাচ্ছেন!
বেড়াতে নিয়ে যান
সুযোগ পেলেই প্রিয় মানুষটিকে চমকে দিন, তবে তা অবশ্যই ইতিবাচকভাবে। ধরুন, হুট করেই সামনে হাজির করলেন প্রিয় কোনো জিনিস, তা হতে পারে ফুল, বই, ডল কিংবা অন্যকিছু; কিংবা বেড়াতে নিয়ে গেলেন তার প্রিয় কোনো স্থানে বা রেস্টুরেন্টে অথবা দেখাতে নিয়ে গেলেন সিনেমা। সম্পর্কের জায়গা থেকে কখনও কোনো সিদ্ধান্ত নিজে নিজে নিয়ে বসবেন না। বরং তার সঙ্গে খোলা মনে আলাপ করে দু'জনে মিলেই নিন।
ধরে রাখুন উচ্ছ্বাস
সম্পর্কের শুরুর দিনগুলোতে আপনার মধ্যে যে প্রাণচাঞ্চল্য, যে উচ্ছ্বাস ছিল, সেটিকে ধরে রাখুন। মোটেও এমন ভাব করবেন না, যেন তার মনে হতে পারে, আপনি একঘেয়েমিতে ভুগছেন।
সম্মান দেখালে ছোট হয় না কেউ
প্রিয় মানুষটিকে কখনও রাগের মাথায় অসম্মান করে বসবেন না। একজন মানুষ হিসেবে তার প্রতি যথাযথ সম্মান বজায় রাখুন সব সময়।
সততার বাহাদুরি
সম্পর্কের প্রতি, প্রিয় মানুষটির প্রতি সব সময় সৎ ও নিষ্ঠাবান থাকুন। দেখবেন, কখনোই নতজানু হতে হবে না আপনাকে।
ইশারায় শিস
সম্পর্কে জড়িয়ে গেছেন বলে ইশারায় ভালোবাসার কথাটি আগের মতো জানিয়ে দিতে কি দ্বিধা হয় আপনার? এমন দ্বিধা ঝেড়ে ফেলুন, প্লিজ।
স্বপ্নের হাঁটাচলা
সম্পর্ক ঘিরে যে স্বপ্ন দুজন মিলে সাজিয়ে এসেছেন, সেই স্বপ্ন পূরণের পথে প্রতি পদক্ষেপে একটু একটু এগিয়ে যান। ভুলেও বেমালুম ভুলে গিয়ে ছিঁড়তে বসবেন না যেন স্বপ্নের জাল।
নিজের শ্রেষ্ঠত্ব
প্রেমিক হিসেবে আপনি এতটাই সৎ, নিষ্ঠাবান ও দায়িত্ববান হয়ে উঠুন, যেন চারপাশের অন্য প্রেমিকদের তুলনায় আপনাকেই সবাই ধরে নেয় শ্রেষ্ঠ হিসেবে; আর উদাহরণ হিসেবে টেনে আনে আপনার নাম।
গুরুত্বের মাহাত্ম্য
প্রিয় মানুষটির প্রতি সব সময় মনোযোগী হোন। সব বিষয়ে তাকে দিন সমান গুরুত্ব। তার চাওয়া-পাওয়া, প্রয়োজন-অপ্রয়োজন- সব ব্যাপারে আপনার মধ্যে থাকুক সুনির্দিষ্ট সচেতনতা। শুনতে বাচ্চামি লাগলেও দ্বিধা ঝেড়ে তাকে বারবারই জানাতে থাকুন, সেই আপনার দেখা জগতের সেরা প্রেমিকা।