সব

দ্যুতি ছড়ানোর অপেক্ষায় জামাল!

আপডেট : ২৫ মার্চ ২০২১, ১৭:২৩

জামাল ভূঁইয়া-নিজেকে আলাদা করে চিনিয়েছেন একজন তরুণ স্ট্রাইকার হিসেবে।বাংলাদেশের ফুটবলের এক টুকরো স্বস্তির পরশ হিসেবে নিজেকে গড়েছেন, হয়ে উঠেছেন বাংলাদেশ ফুটবলের প্রতিবিম্ব

২০১৩ সালে জাতীয় দলের প্রবাসী ফুটবলার অন্তর্ভুক্তির যে ধারণা বাফুফেকে সে সময়কার ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ দিয়েছিলেন, তারই ফলশ্রুতিতে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। নজর কেড়েছিলেন শুরু থেকেই। টানা দুই বছর জাতীয় দলের প্রথম একাদশের অবিচ্ছেদ্য অংশ হয়েই ছিলেন। দেশে থিতু হয়ে নিয়মিতই খেলছেন ঘরোয়া ফুটবল। কিন্তু মাঝপথে হারিয়েছেন খেলার ছন্দ। দ্যুতি ছড়াতে গিয়েও যেন বারবার নিভে যাচ্ছিলেন।

এইতো কিছুদিন আগে কলকাতা থেকে ফিরেছেন। নিজের প্রাণের ক্লাবের হয়ে আবারো মাঠ মাতাবেন অধিনায়ক। সাইফ স্পোর্টিং ক্লাবে প্রত্যাবর্তনের দিন সতীর্থরা জামাল ভুঁইয়াকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। কেক কেটে নিজেদের মাঝে আনন্দ ভাগাভাগি করে নিলেন ঘরের ছেলে ঘরে ফেরায়।

 জামাল কলকাতায়

কলকাতায় ফুটবল ব্যাপক জনপ্রিয়। মাঠে যা খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগায়। এ দেশের মাঠে এখন আর তা দেখা যায় না। ওপার বাংলার অভিজ্ঞতা এপারে কাজে লাগবে। জানালেন দুই দেশের ফুটবল পার্থক্যের কথা। জামাল বলেন, কলকাতা ভারতের ফুটবলের রাজধানী। ওদের ওখানে হারলে মারামারি শুরু হয়ে যায়। ফুটবলের জন্য মানুষ এত পাগল। ভাবতেও পারিনি। বাংলাদেশে এমন দেখা যায় না। নিজ দল সাইফ স্পোর্টিং ক্লাবের লিগ টেবিলে অবস্থান ভালো নয়। ৫ নম্বরে আছে বিগ বাজেটের ক্লাবটির। ফিরেই জানালেন সাইফকে দুইয়ে তুলতে চান।

এক মৌসুমে ধারে কলকাতা মোহামেডানে খেলতে গিয়েছিলেন। নেপালে ত্রিদেশীয় সিরিজ খেলায় দুই ম্যাচ আগেই দেশে চলে এসেছেন। এসেই প্রথম দিন ক্লাবের সঙ্গে অনুশীলন করলেন। জাতীয় দল নেপালে। মনে প্রাণে বিশ্বাস করেন নেপালে ট্রফি নিয়ে ঘরে ফেরা সম্ভব।

জামাল বলেন, আমরা লিগে ম্যাচের মধ্যে আছি। তরুণরা ভালো করছে দেখেই জেমি ওদের দলে নিয়েছে। দল নিয়ে আমি সন্তুষ্ট। এই দল নিয়ে নেপালে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।

ফুটবলে জার্সি খোলা মানা কেন

ফুটবল ঈশ্বর

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ