বাংলাদেশের সব থেকে বড় পরিবর্তন যদি বলতে হয় তাহলে তার পতাকা। আজ থেকে ৫০ বছর আগে ১৯৭১ সালে কেমন ছিলো আমাদের পতাকা? আমাদের পতাকায় ছিলো আমাদের মানচিত্র।
বাংলাদেশের পতাকায় ছিল এদেশের মানচিত্র।
অনেক পরিবর্তন এসেছে বঙ্গবন্ধুর ডাকে এ দেশে স্বাধীন হয়েছে। ১৯৭২ সালের ১০ জানুয়ারী দেশে এসে তিনি হাল ধরলেন একটা যুদ্ধবিদ্ধস্ত দেশের। আজ তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা এদেশের কান্ডারী।
দেশের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা
৫০ বছরে আমূল পরিবর্তন হয়েছে দেশের যোগাযোগ ব্যবস্থা, স্থাপনা, মানুষের জীবন ব্যবস্থা, উনয়ন হয়েছে সব সেক্টরে। চলুন একবারে দেখেনেই তেমন কিছু পরিবর্তন এর নমুনা।
মতিঝিলে হয়েছে শাপলা চত্তর
গুলিস্তানে গুলিস্তান সিনেমা হল নাই এখন আর। কিন্তু গুলিস্তান এখনও গুলিস্তানই আছে।
বায়তুল মোকারম মসজিদ এখন আরো সুসজ্জিত
আহসান মঞ্জিল এখন জাদুঘর
তখনকার `জাতীয় স্টেডিয়াম` এখন `বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম`
শিক্ষাব্যবস্থায় বাংলাদেশের উন্নয়ন বিগত ৫০ বছরে অভাবনীয়। তবে শিক্ষার মান নিয়ে হয়ত তর্ক থাকবেই আজীবন। নারী শিক্ষা ও নারী অধিকার নিয়ে নারীরা এখন আরো সচেতন।
নারীরা এখন উচ্চ শিক্ষায় আগের থেকে অনেক এগিয়ে
আমাদের মুক্তিযুদ্ধে যেমন নারীদের অগ্রণী ভুমিকা ছিলো, সেরকম অধিকার আদায়েও তারা সদা সোচ্চার
১৯৭১ এ যেমন নারীরা অস্ত্র হাতে সম্মুখ যুদ্ধে নেমেছিল, তেমনি এখনও অর্থনৈতিক যুদ্ধে নারীদের ভুমিকা অপরিসীম
কেমন ছিলো সে সময়ের পরিবহন ব্যবস্থা? মানুষ কি এখনকার মত তখনও এতটাই কর্মব্যস্ত ছিল? দেখে নেই তাহলে?
তখন ঘন লাল ট্রেন (PE) চললেও এখন দেখা যায় লাল সবুজের (BR)
তখন মুড়ির টিন খ্যাত বাস গুলো পরিবহনের একমাত্র ভরসা হলেও এখন মানুষ দিব্যি এসি বাসে করে ঘুড়ে বেড়াচ্ছে
তবে ট্রাফিক জ্যামের খুব একটা গতি হয়েছে বলা যায় না। তখন রিক্সার পরিমান বেশি ছিলো আর এখন গাড়ীর এই যা পার্থক্য!!