সব

কোহলি-আনুশকার কাছে আসা

আপডেট : ০৬ জুন ২০২১, ২০:২৬

বর্তমান সময়ের অন্যতম আলোচিত 'পাওয়ার কাপল' বিরাট কোহলি এবং আনুশকা শর্মা। একজন ক্যারিয়ার ক্রিকেট মাঠে আর অন্যজনের ক্যারিয়ার বলিউডে। কখনও কী জানতে ইচ্ছে করে না তাদের কাছে আসার গল্প, ভালবাসার গল্প কিংবা বন্ধুত্বের গল্পটা জমলো কী করে।

বিরাটের সাথে প্রথম আলাপেই তার নাক উঁচু মনে হয়েছিল আনুশকার? আনুশকাকেও বিরাটের কেমন লেগেছিল, জানালেন খোদ এই তারকা ক্রিকেটার। সাল ২০১৩। এর আগে পরস্পর কেউ কাউকে চিনতেন না। তখন ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম উঠতি তারকা বিরাট কোহলি। সারা বিশ্বে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে চর্চার বিষয় হয়ে উঠছেন তিনি। পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক হিসেবেও ততদিনে মনোনীত হয়ে গেছেন বিরাট।

এদিকে বলিউডেও নিজের মাটি শক্ত করে ফেলেছেন আনুশকা শর্মা। অসংখ্য পুরুষের 'হার্টথ্রব' তখন তিনি। এমন সময়ে একটি জনপ্রিয় শ্যাম্পু ব্র্যান্ডের বিজ্ঞাপন শুটের জন্য ডাক পড়ে বিরাট- আনুশকার। দু'জনেই নির্দিষ্ট দিনে সময়মতো হাজির হন শুটিং ফ্লোরে। আনুশকার ক্ষণিক আগেই পৌঁছেছিলেন বিরাট। এদিক সেদিক ঘুরছেন, এমন সময় ফ্লোরে প্রবেশ করেন আনুশকা।

তৎকালীন ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়কের চোখে পড়ে দীর্ঘাঙ্গী আনুশকা পায়ে শোভা পাচ্ছে বেশ উঁচু হিলের একজোড়া স্টিলেটো। ফলে, আনুশকার মাথা ছাপিয়ে গেছে বিরাটের উচ্চতা। ভ্যাবাচ্যাকা খেয়ে 'স্মার্ট' সাজের চেষ্টায় হাসিমুখেই আনুশকার উদ্দেশে বিরাটের প্রশ্ন ছিল, 'বাড়িতে কি এর থেকে বড় হিলের জুতো ছিল না না? 'অপরিচিত সহ-অভিনেতার মুখে এহেন রসিকতা মোটেই মনে ধরেনি অভিনেত্রীর। যথেষ্ট বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি।

এরপরের ঘটনা শোনা যাক বিরাট-আনুশকার মুখেই। সেই ঘটনা প্রসঙ্গে হাসতে হাসতে আনুশকা বলেন, 'আমি শুনেছিলাম বিরাটের অতিরিক্ত দেমাগ। তাই ও কোনোরকমের দেমাগ দেখানোর আগেই আমি দেখিয়ে দিয়েছিলাম। এরপর অবশ্য ওর সঙ্গে আলাপ হওয়ার পর বুঝেছিলাম একেবারেই সেরকম নয় বিরাট। আমার এতটাই ভালো লেগেছিল যে ওই শুট শেষের পর আমার নতুন বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানেও নিমন্ত্রণ করেছিলাম বিরাটকে। সে এসেওছিল।'

অন্যদিকে বিরাট জানান, ‘আমি এমনিই একটু নার্ভাস ছিলাম সেদিন শুটিংয়ের আগে। তার মধ্যে আনুশকাকে দেখে আমার টেনশন বেড়ে যায় অনেকটাই। তাই চালাকি করতে গিয়ে ওসব বোকা বোকা কান্ড করে ফেলেছিলাম। এরপর আলাপ হওয়ার পর ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে আনুশকাকে।'

ইন্সটাগ্রাম পোস্টে কোটি কোটি টাকা আয়

আনুশকার সৌন্দর্যের চাবিকাঠি

কেমন হলো মিমির পথচলা

নতুনদের স্বাগতম জানাবেন যেসব তারকা

আরও BUZZ

আজকের খেলা

আজকের খেলা

কানাডা কোচের মেসিকে হুমকি

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ডিএসএলআরের মতো স্মার্টফোনেই ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ