মেসির বিদায়ে বার্সেলোনার ভারাক্রান্ত সুর
প্রায় দুই দশক আগের কথা। ২০০০ সালের সেপ্টেম্বর মাস। আর্জেন্টিনার রোজারিওর এক ছোট্ট বালকের পায়ের জাদুতে মুগ্ধ স্প্যানিশ ক্লাব বার্সেলোনার কর্তাব্যক্তিরা। হীরা চিনতে একদমই ভুল করেননি তারা। যেকোনোভাবেই নিজেদের দলে নিতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে তারা।