সব

সিএনএন

চীনে সবচেয়ে দ্রুততম ট্রেন

বিশ্বের দ্রুততম ট্রেন’ উদ্বোধন করেছে চীন। চীনের পূর্ব শ্যাংডং প্রদেশের কিংডাও শহরে এ নতুন ম্যাগলেভ বুলেট ট্রেনের উদ্বোধন হয়। ট্রেনটি ঘণ্টায় ৬০০ কিলোমিটার বা ৩৭৩ মাইল বেগে চলতে পারে বলে সিএনএন এক প্রতিবেদনে জানায়।

সত্যি হচ্ছে টাইটানিকে উঠার স্বপ্ন পূরণ

যদি টাইটানিকের যাত্রী হওয়া যেতো তাহলে হয়তো আপনার আফসোস দূর হতো৷ আর সেটিই হতে পারে অদূর ভবিষ্যতে। চীনের একটি থিম পার্কের জন্য তৈরি হচ্ছে আলোচিত জাহাজটির প্রতিলিপি।সিএনএন এক প্রতিবেদনে জানায়, সিছুয়ান প্রদেশের একটি পার্কের জন্য জাহাজটি তৈরি হচ্ছে।