সত্যি হচ্ছে টাইটানিকে উঠার স্বপ্ন পূরণ
যদি টাইটানিকের যাত্রী হওয়া যেতো তাহলে হয়তো আপনার আফসোস দূর হতো৷ আর সেটিই হতে পারে অদূর ভবিষ্যতে। চীনের একটি থিম পার্কের জন্য তৈরি হচ্ছে আলোচিত জাহাজটির প্রতিলিপি।সিএনএন এক প্রতিবেদনে জানায়, সিছুয়ান প্রদেশের একটি পার্কের জন্য জাহাজটি তৈরি হচ্ছে।