নারীরা যে শুধু অবলম্বন নয় বরং পুরুষ চরিত্রের সমকক্ষও বটে- তা সুনিপুণভাবে নিজের চলচ্চিত্রে ফুটিয়ে তুলেছেন সত্যজিৎ রায়। তার চলচ্চিত্রে নারীরা শুধু গল্পের প্রয়োজনেই আসেনি, বরং আলাদা আলাদা চরিত্র নিয়ে ফুটে উঠেছে কখনও আপন মহিমায় কখনও নারী মুক্তির আঁধার...