করোনা মহামারিতে থমকে আছে বলিউড। হাতে কাজ নেই বেশিরভাগ কলাকুশলীর। কিন্তু জীবন তো চলবে। সময়টাও থেমে থাকবে না। তাই সেরে ফেলা যাক বিয়েটা। এমন মহান ব্রত নিয়েছেন যে জুটিকুল, তাদের কথা জানা যাক এবার।
এ বছরে এখনও পর্যন্ত মা হয়েছেন কারিনা কাপুর খান, শ্রেয়া ঘোষাল, আনুশকা শর্মা ও গ্যাল গাদতসহ বলিউড, হলিউড ও টলিউড ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন তারকা। তবে এমনও কয়েকজন তারকা রয়েছেন যারা এখন দিন গুনছেন নতুন অতিথির অপেক্ষায়।