এল ক্লাসিকোতে নতুন এক বার্সাকে দেখল বিশ্ব
এল ক্লাসিকো মানেই উত্তাপ ও রোমাঞ্চ। হোক তা প্রস্ততি ম্যাচ অথবা অন্য কিছু । রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মুখোমুখি লড়াই নিয়ে সমর্থকদের আগ্রহও থাকে তুঙ্গে। গত রাতেও রিয়াল-বার্সার সমর্থকরা তাকিয়ে ছিল টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে।