পরীমণির সাথে নানা ভাইয়ের সাক্ষাৎ
ছোটবেলায় মা-বাবাকে হারান পরীমণি। ফলে পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছেই বড় হন এ নায়িকা। নানার জন্যও তার ভালোবাসার কখনো কোনো কমতি ছিল না। কিন্তু র্যাবের হাতে আটক হওয়ার পর প্রিয় নানাকেও কাছ থেকে দেখতে পারছিলেন না পরীমণি।