ফার্নিচারের সৌন্দর্য ধরে রাখা কিন্তু বেশ কঠিন। কিন্তু সাদা আসবাবে ঘরের সাজগোজ হতে পারে ফ্যাশনজগতের অন্যরকম ধারা। সাদা আসবাব ঘরে বাড়ায় আলো ও উজ্জ্বলতা।
কোস্টাল, ফ্রেন্স প্রভিন্সিয়াল, স্ক্যান্ডিনেভিয়ান ও মিনিমাল থিমগুলো সাদা আসবাব সাজানোর ক্ষেত্রে বেশ জনপ্রিয়। যত্নের ধরনেও আছে অনেক পার্থক্য। সাদা ফার্নিচার সাদা ও সুন্দর রাখতে প্রথমেই যা মানতে হবে, তা হলো বারবার এগুলো সরানো যাবে না। অর্থাৎ এক ঘরে থেকে অন্য ঘরে আনা-নেওয়া না করাই ভালো। পেশাদারদের দিয়ে ঘরে আসবাব সাজানোই শ্রেয়।
বাজারে সাদা আসবাবের জন্য অনেক ধরনের স্প্রে পাওয়া যায়। এগুলো রং ও উজ্জ্বলতা ঠিক রাখে। সাদা আসবাবের রং, উজ্জ্বলতা ও এর ফিনিশিং ভালো রাখতে স্লিপকাভার ব্যবহার দারুণ উপায়। সব সময় কাভার দেওয়া থাকলে বাইরের ধুলো ও রোদের তাপ থেকে সুরক্ষিত থাকবে। আর ওপরের কাভারটি ময়লা হলে ধুয়ে ফেলার জন্য খুলতে হবে। তবে আবার কাভার ব্যবহারে আগে অবশ্যই শুকনো কাপড় দিয়ে মুছে পরে কাভার বিছানো উচিত।
দাগ মোছার জন্য সিনথেটিক কাপড়ের বদলে সুতি কাপড় বা স্পঞ্জ ব্যবহার করতে হবে। সুতি কাপড় বা স্পঞ্জে দাগ উঠবে দ্রুত। এ ছাড়া সাদা আসবাবের দাগ তোলার জন্য একধরনের বার্নিশ পাওয়া যায়। এটিও দাগ তুলতে সাহায্য করবে।
যেকোনো আসবাবই ধুলো-ময়লা থেকে সুরক্ষিত রাখতে পরিষ্কার করা দরকার। কারণ, ধুলোর কারণে ফার্নিচারের রং ও চাকচিক্য নষ্ট হয়। সাদা আসবাব ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করাই সবচেয়ে ভালো। তবে ভ্যাকিউম ক্লিনার না থাকলে নরম ব্রাশ ব্যবহার করতে হবে।
যেকোনো ফার্নিচার রোদে না রাখার পরামর্শ দেন। কারণ,রোদের তাপ কাঠের আসবাবের জন্য ভালো। কিন্তু সাদা আসবাবের ক্ষেত্রে তার বিপরীত। কারণ হলো রোদের তাপে সাদা রঙে আসে হলদে ভাব। তাই সরাসরি রোদ আসে—এমন স্থানে রাখা যাবে না সাদা ফার্নিচার।