ডেঙ্গুর প্রকোপ নভেম্বর মাস পর্যন্ত থাকবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে অক্টোবরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বর্ষা মৌসুম দীর্ঘায়িত হবে এবং নভেম্বরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কীটতত্ত্ববিদেরা মনে করেন এমন পরিস্থিতি এডিস মশার বংশ বিস্তারের জন্য সবচেয়ে উপযোগী।
ডেঙ্গু এখন আর বর্ষাকালেই সীমাবদ্ধ থাকছে না। গত ২ থেকে ৩ বছর ধরে এর প্রকোপ দীর্ঘ হচ্ছে। এবারও বছরের শুরু থেকেই ছিল ডেঙ্গু রোগী। আগস্টে শনাক্ত ও প্রাণহানি হয়েছে সবচেয়ে বেশি। জুন-জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হলেও আগস্টে প্রায় ৩৬ ভাগ বেশি হয়েছে। সাধারণত বর্ষা মৌসুম শেষ হয় অক্টোবরের মাঝামাঝি, এবার কিছুটা দেরির সম্ভাবনা রয়েছে এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেন, সাধারণত আমাদের দেশের অক্টোবরের মাঝামাঝি সময়ে বর্ষা বিদায় নেয়। এই সময় পর্যন্ত দেশে বৃষ্টির প্রবণতা থাকে। এবছর বর্ষা আরও দীর্ঘায়িত হতে পারে।
থেমে থেমে বৃষ্টি আর এরপর টানা রোদে সবচেয়ে বেশি জন্মায় এডিস মশা। সেই হিসেবে এবার নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকার শঙ্কা কীটতত্ত্ববিদদের।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, থেমে থেমে যখন বৃষ্টি হয় তখন বিভিন্ন জায়গায় পানি জমে থাকে। সেখান থেকে এডিস মশার জন্ম নিতে থাকে। অক্টোবরের মাঝামাঝি সময়ে বর্ষা শেষ হলে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকতে পারে।
সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ১ লাখ ৭০ হাজারের কাছাকাছি। আর মারা গেছে ৮০০ জনের বেশি।